পরিচালক তথা প্রযোজক কারণ জোহরকে একটি সিনেমায় কাজ দিতে চান অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াত! সম্প্রতি তেমনটাই জানালেন একটি রিয়্যালিটি শো’তে এসে। এই দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে যে বিবাদ চলে আসছে তা সকলেরই জানা।
তাতেই এবার খানিকটা ঘৃতাহুতি করলেন অভিনেত্রী। সম্প্রতি সোনি টিভির রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’এ হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানে তিনি বলেন করণ জোহরকে তিনি তার সিনেমায় কাজ দিতে চান। এই এপিসোডে তার সাথে করণ জোহরের ঝামেলা নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
সেখানে তিনি বলেন করণের উচিত তার সিনেমায় কাজ করা। এদিন তাকে বলতে শোনা যায়, ‘আমি দুঃখিত কিন্তু করণ স্যারের আমার সিনেমায় কাজ করা উচিত। আমি একটি ভালো ভূমিকা দেবো এবং ভালো সিনেমা তৈরি করবো। এটি একটি সঠিক চলচ্চিত্র হবে এবং তিনি একটি উপযুক্ত ভূমিকা পাবেন।’
‘এটি কোনো শাশুড়ি-বৌমার চক্রান্তমূলক সিনেমা হবে না। এটি একটি সঠিক সিনেমা হবে।’ তার এই মন্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই বলছেন কঙ্গনা সবসময় অন্যের সাথে ঝামেলা করতে প্রস্তুত থাকেন। একইসাথে আরও মন্তব্য করতে দেখা গিয়েছে নেটিজেনদের।
কেউ কেউ আবার এও বলেছেন কঙ্গনা খুব সম্ভবত ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ সিনেমার ইঙ্গিত করেছেন, সেখানে নাকি পারিবারিক নাটক দেখানো হয়েছিল। সবমিলিয়ে বলতে গেলে করণ জোহরকে খোঁচা মেরেই তাকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন,
*অসমে ১০ মাসের এক শিশুর দেহে মিলল এইচএমপি ভাইরাসের সন্ধান, এখন কেমন আছে সে! চিকিৎসকেরা কী বলছেন!