একবার রানী মুখার্জির মা-বাবাকে ঘরে আটকে রেখে তাকে ব্ল্যাকমেইল করেছিলেন খ্যাতনামা প্রযোজক-পরিচালক যশ চোপড়া! সম্প্রতি তেমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন অভিনেত্রী নিজেই। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে এমনটা কেন করেছিলেন তিনি?
আসলে ‘যশ ফিল্মস’এর অধীনে ‘মুঝসে দোস্তি করোগি’ সিনেমাটি ব্যর্থ হয়েছিল। এরপর থেকে রানী এতোটাই ভেঙে পড়েছিলেন যে আর কোনো সিনেমার কাজ নিচ্ছিলেন না। সেই পুরনো স্মৃতি রোমন্থন করে রানী বলেন, ‘সে সময় আমি সমস্ত কাজ প্রত্যাখ্যান করছিলাম। আমার মা ভেবেছিলেন আমি পাগল হয়ে গেছি।’
‘কারণ, আমাকে যে কোনো কাজের প্রস্তাব দিলেই আমি না বলছিলাম। দীর্ঘদিন এমনটাই চলছিল। শেষে বিভিন্ন চলচ্চিত্র সমালোচক এবং ম্যাগাজিন আমাকে নিয়ে লেখালেখি শুরু করে যে আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। তবে তাতেও আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। এরপর সৌভাগ্যবশত সাথিয়া এসেছিল।’
তিনি জানান ”যশ কাকু আমার বাবা-মাকে অফিসে ডেকেছিলেন। যখন তারা জানিয়েছিলেন যে আমি এই কাজ করতে রাজি হবো না ল, তখন আমাকে ফোন করে বলেন, ‘তুমি অনেক বড়ো ভুল করছো। আমি তোমার বাবা-মাকে আমার ঘরে বন্ধ করে রেখছি। যতক্ষণ না তুমি হ্যাঁ বলবে আমি তাদের যেতে দেবো না।”
অর্থাৎ তাকে কাজ করানোর জন্যই এমনটা করতে হয়েছিল পরিচালককে। তবে এই ঘটনা যে তার জীবনে আশীর্বাদের সমান তা বর্তমানে উপলব্ধি করতে পারেন অভিনেত্রী। তাইতো তিনি সেই দিনের স্মৃতি মনে করে বলেন তিনি যে এমনটা করেছিলেন তার জন্য যশ চোপড়ার কাছে কৃতজ্ঞ থাকবেন সারাজীবন।
আরও পড়ুন,
*ছয়বার ছুরিকাঘাত, হাসপাতাল থেকে অনুরাগীদের উদ্দেশ্য কী বার্তা দিলেন সইফ আলি খান!