গত বুধবার ভোর রাতে দুষ্কৃতিদের দ্বারা গুরুতর আহত হন বলিউড অভিনেতা সইফ আলি খান। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আততায়ী তার বাড়িতে প্রবেশ করে এবং সইফ আলি খানকে ছয়বার ছুরিকাঘাত করে। এরপর গুরুতর জখম হন সইফ। আপাতত তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
যদিও তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। বেশ কিছুদিন কেটে গেলেও এখনও ধরা যায়নি সইফ আলি খানের আততায়ীকে। এরই মধ্যে মুম্বইয়ের দাদরে এক দোকানের সিসিটিভি ফুটেজে সেই দুষ্কৃতীর ছবি ধরা পড়েছে। সেই সিসিটিভি ফুটেজ পুলিশের নজরে আসার পর তারা তা গুরুত্ব দিয়ে দেখছে।
সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কবুতরখানা এলাকার একটি দোকানের বাইরে মাথা নীচু করে মোবাইল দেখছেন তিনি। পুরো ফুটেজে দেখা যাচ্ছে, ‘ইকরা’ নামের একটি মোবাইল ফোনের দোকানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ওই ব্যক্তিকে দেখা যায়, তিনি ওই দোকানে হেডফোন কিনছিলেন।
তার পরনে ছিল নীল রঙের শার্ট ও কালো ট্রাউজার। এছাড়া তার পিঠে রয়েছে ব্যাগ। পুলিশের অনুমান, ওই ব্যক্তি সইফের বাড়িতে প্রবেশ করে সইফকে আক্রমণ করার পর সেদিন ভোররাতে দাদরে চলে আসেন। এদিকে নতুন পাওয়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। এদিকে হাসপাতালে সইফ আলি খানের অবস্থা অনেকটাই স্থিতিশীল।