নিজস্বতার জন্য অন্যের স্বীকৃতির প্রয়োজন নেই! জানালেন এই টলিউড ডিভা

নিজস্বতার জন্য কারোর কাছ থেকে স্বীকৃতি নেওয়ার প্রয়োজন নেই, এমনটাই মনে করেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান! সময়ের সাথে সাথে তার আত্মবিশ্বাস যেন বেড়ে চলেছে বহুমাত্রায়। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় এই অভিনেত্রী।

নিত্যদিন সেখানে ভাগ করে নেন নিজের নানান ছবি ও ভিডিও। সম্প্রতি সেখানেই একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে বেশ সাহসী অবতারে ধরা দিয়েছেন ছবিতে। তার পরনে রয়েছে ডিপনেক ওয়েস্টার্ন পোশাক। খোলা চুলে অসাধারণ লাগছিল তাকে দেখতে।

ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘নিজস্বতার জন্য কারোর কাছ থেকে স্বীকৃতি নেওয়ার প্রয়োজন নেই।’ অর্থাৎ তিনি মনে করেন নিজের মতোন করে বাঁচার জন্য কারো কথা শোনার প্রয়োজন নেই। তার যেভাবে পছন্দ সেভাবেই জীবনযাপন করবেন। তার এই ছবিগুলো দেখার পর রীতিমতো ঝড় উঠেছে পুরুষ অনুরাগীদের বুকে।

প্রত্যেকে নানান প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন। কেউ কেউ বলেছেন সময় যতই বাড়ছে ততই যেন তার জৌলুস বেড়ে চলেছে। আবার কারো কারো মতে তিনি যে এক সন্তানের মা তাকে দেখে বোঝার উপায় নেই। উল্লেখ্য, কিছুদিন আগেই জন্মদিন উদযাপন করতে দুবাই পৌঁছেছিলেন নুসরত।

সেখানে বিলাসবহুল হোটেলে কেক কেটে তার বিশেষ দিন পালন করেছেন। সাথে ছিলেন স্বামী যশ দাশগুপ্ত। ওই অভিনেতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও মিলবে দুবাইয়ের প্রচুর ছবি। সবমিলিয়ে বলতে গেলে বেশ বিলাসবহুল জীবনযাপন করছেন এই জুটি। অন্যদিকে খুব শীঘ্রই তাদের দেখা যাবে ‘আড়ি’ সিনেমায়।

আরও পড়ুন,
*নতুন অধ্যায়ের সূত্রপাত! বালাজির আশীর্বাদ নিতে পৌঁছলেন প্রিয়াঙ্কা, ভাগ করে নিলেন ছবি

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক