অবশেষে সমস্ত জল্পনার অবসান। বাংলাদেশ সফরে ক্রিকেট খেলতে যাচ্ছে না ভারতীয় দল। যদিও এই জল্পনা আগেই উঠেছিল তবে এবার তা সত্যি হলো। এক সংবাদমাধ্যমের তরফে এই খবর সামনে আনা হয়েছে। তবে শীঘ্রই বিসিসিআই-এর তরফে ঘোষণা করা হবে। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্তরকম সম্পর্ক খারাপ হয়েছে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার টালমাটাল অবস্থা।
এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলকে পাঠাতে চায় না বিসিসিআই। আর তাই আরও দীর্ঘ অপেক্ষা রোহিত ও কোহলিকে মাঠে দেখার। আশা করা হচ্ছিল বাংলাদেশ সফর হলে কোহলি ও রোহিতকে দীর্ঘদিন পর মাঠে দেখতে পাওয়া যাবে। কিন্তু সেই আশায় আপাতত জল। ভারতীয় ক্রিকেট দলের তরফে আপাতত বাংলাদেশ সফর বাতিল করা হচ্ছে।
তবে আগামীতে এই সিরিজ পুনরায় আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে ভারত ও বাংলাদেশের দুই ক্রিকেট বোর্ডের মধ্যে কথা হবে। ১৭ই আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত তিন দিন ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। এই খেলা আয়োজিত হলে দীর্ঘদিন বাদে মাঠে খেলতে দেখা যেত রোহিত শর্মা ও বিরাট কোহলিকে।
গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশের হয়ে ছোটো ফর্ম্যাটের খেলা ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট ও রোহিত। রোহিত ও বিরাট আপাতত দেশের জন্য ওয়ান ডে ক্রিকেট খেলবেন। তবে সেই খেলা আয়োজিত না হওয়ায় তাদের দেখার অপেক্ষা আরও বাড়বে। এরপর অক্টোবরের ১৯ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা শুরু হবে ভারতের।
সেই খেলায় উপস্থিত থাকবেন বিরাট ও রোহিত। অর্থাৎ এই জুটিকে মাঠে দেখতে এখনও সাড়ে তিন মাসের অপেক্ষা। এরই মাঝে সেপ্টেম্বরে ভারত ও বাংলাদেশের টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলার কথা রয়েছে। যদিও সেই ম্যাচে দেখা যাবে না রোহিত ও বিরাটকে।