শ্রাবন্তী চ্যাটার্জির পর এবার নৈহাটি বড়মা’র মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছলেন আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘ম্যাডাম সেনগুপ্ত’। তার আগে মায়ের আশীর্বাদ নিতে নৈহাটি পৌঁছেছিলেন তিনি। সেখানে গিয়ে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করেছেন সিনেমা সফল হওয়ার।
বর্তমানে তারকাদের নতুন সিনেমা মুক্তির আগে নৈহাটি বড়মা’র মন্দিরে যেতে দেখা যায়। যেহেতু এই মন্দিরের মা কালী ভীষণই জাগ্রত তাই তো ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন তিনি। সেই আশাতেই সেখানে ভীড় জমাতে দেখা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদেরও।
এইতো কিছুদিন আগেই সেখানে উপস্থিত হয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী। যেই ছবি ও ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এরপরেই সেখানে দেখা গেল আরেক বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও ধীরে ধীরে তিনি পুরনো জায়গায় ফিরে আসছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ম্যাডাম সেনগুপ্ত’। যেখানে তিনি ছাড়াও অভিনয় করেছেন রাহুল বোস, কৌশিক সেন প্রমুখ। এই সিনেমার মূল কাহিনী হিসেবে দেখানো হয় একজন বিখ্যাত কার্টুনিস্ট কীভাবে তার মেয়ের মর্মান্তিক খুনের রহস্যের কিনারা করেন।
তদন্ত করতে গিয়ে তিনি দেখেন অন্ধকার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছেন। খুনী অন্য কাউকে খুন করার আগে তার সমস্ত পরিকল্পনা কীভাবে বানচাল করেন সেই নিয়েই তৈরি হয়েছে গল্প। অন্যদিকে নৈহাটি বড়মা’র মন্দিরে গিয়ে ঋতুপর্ণা সমস্ত নিয়ম মেনে পুজো করেন। সবশেষে অনুরাগীদের সাথে দেখা করতেও ভোলেননি তিনি।