একদিকে স্বামী ব্যস্ত বই পড়তে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। যে ছবি এখন তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন সপরিবারে, সেখান থেকেই পোস্ট করছেন একাধিক ছবি।
ঘোরা,খাওয়া-দাওয়া সবমিলিয়ে বেশ ভালো সময় উপভোগ করছেন এই জুটি। সম্প্রতি নিজের স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন করিনা। যেখানে তিনি লিখেছিলেন সঈফ বই পড়তে ভীষণ ব্যস্ত। এরপর বিভিন্ন খাবারের ছবিও পোস্ট করতে দেখা যায়।
তবে তারপরেই যে ছবিগুলি তিনি পোস্ট করেছেন তা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ৪৪ বছর বয়সে এসেও যে কমবয়সী যুবতীদের টেক্কা দিতে পারেন তা বুঝিয়ে দিয়েছেন বেশ ভালো রকমভাবে। এদিন তাকে দেখা যায় একটি হালকা গোলাপি রঙের মনোকিনি পরিহিত অবস্থায়।
সানগ্লাস পরে, খোলা চুলে একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। এই বয়সে এসেও তিনি যেরকম ফিট চেহারা ধরে রেখেছেন তা প্রশংসনীয়। তাইতো তাকে দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, সম্প্রতি বলিউডে ২৫ বছর সম্পূর্ণ করলেন অভিনেত্রী। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে শুরু করেছিলেন কেরিয়ার।
সেই ছবিও ভাগ করে নিয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে যদি আমরা তার পরবর্তী কাজ দেখি তাহলে তাকে দেখা যাবে দক্ষিণের সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনের সাথে ‘দায়রা’ সিনেমায়। যেটি পরিচালনা করবেন মেঘনা গুলজার। এই সিনেমায় মূলত অপরাধ এবং বিচার ব্যবস্থার অন্ধকার দিকটিকে তুলে ধরা হবে।