অন্তঃসত্ত্বা অনুরাগীর স্ফীতোদরের সামনে বসে গান গাইলেন শ্রেয়া ঘোষাল, সুরের মূর্ছনায় গর্ভস্থ প্রাণও দিল সাড়া

তার গলায় বাস করেন স্বয়ং সরস্বতী, এমনটাই মনে করেন তার অনুরাগীরা। তার সুরের মূর্ছনায় গোটা দেশ মুগ্ধ। আর তিনি হলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। বাংলা, হিন্দি সহ একাধিক ভাষায় গান গেয়ে তিনি আজ জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন। তবে সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখে শ্রেয়ার প্রতি আরও মুগ্ধতা যেনো বেড়ে গিয়েছে তার অনুরাগীদের। সম্প্রতি এক অন্তঃসত্ত্বা মহিলার স্ফীতোদরের সামনে বসে নিজের সুরের মূর্ছনায় ভিতরের নতুন প্রাণকে যেনো ভাসিয়ে নিয়ে গেলেন শ্রেয়া।

সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা এক মায়ের স্ফীতোদরের সামনে বসে শ্রেয়া গাইছেন, “পিউ বোলে, পিয়া বোলে, কেয়া ইয়ে বলে জানু না”। গান গেয়েই শ্রেয়া বলেন, “অল ইজ ওয়েল”। শ্রেয়া যখন গান গাইছেন সেই সময় আবেগে ভাসছেন অন্তঃসত্ত্বা ওই অনুরাগী। এমনকি, গান গাওয়ার সময় গর্ভস্থ সন্তান নাকি নড়ে ওঠে।

সম্প্রতি আমস্টারডামে গানের অনুষ্ঠান করতে গিয়েছেন শ্রেয়া ঘোষাল। আর সেই সময় মঞ্চের পিছনে পৌঁছে যান শ্রেয়ার এক অনুরাগী। শ্রেয়া তার কাছে এলে ওই অন্তঃসত্ত্বা অনুরাগী বলতে থাকেন তার শ্রেয়ার গান কতটা প্রিয়। তখনই শ্রেয়া ওই অন্তঃসত্ত্বা তরুণীর সামনে বসে স্ফীতোদরের সামনে গান শুরু করেন।

শ্রেয়ার সুরেলা কণ্ঠ শুনে নড়ে ওড়ে গর্ভস্থ শিশু। এরপরই শ্রেয়া বলেন, ” সব ঠিক আছে, সব ঠিক আছে।” চলতি বছরের মে মাস থেকে শুরু হয়েছে শ্রেয়া ঘোষালের ‘অল হার্টস ট্যুর’। এই ট্যুর শুরু হয় মুম্বাই থেকে। অবশেষে সেই ট্যুরের অংশ হিসেবে বর্তমানে শ্রেয়া রয়েছেন আমস্টারডামে। আর এই অনুষ্ঠানের মাঝেই এমন মূহুর্তের সৃষ্টি হয় যা মুগ্ধ করেছে সোশ্যাল মিডিয়ায় থাকা শ্রেয়ার অনুরাগীদের।

error: Content is protected !!