‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চে শুভশ্রীর অদ্ভুত নাচ! কী মতামত দর্শকদের? জানুন

এবার ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চে নেচে তুমুল ট্রোলিঙের শিকার টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলী। বেশিরভাগ দর্শকেরাই তাকে অনুরোধ করেছেন আর না নাচার জন্য। এবার হয়তো ভাবছেন কী এমন নাচলেন এই অভিনেত্রী যে তার জন্য তাকে এই অনুরোধ করেছেন দর্শকেরা?

আসলে এদিন তাকে তার সিনেমার জনপ্রিয় গান ‘মাহি বে’র স্টেপ করতে দেখা গিয়েছে। যেহেতু তার পায়ে উঁচু হিল জুতো ছিল সে কারণে তিনি ভাল মতোন সেই স্টেপ করতে পারেননি। এভাবে নাচার জন্য নানান কটাক্ষের সম্মুখীন হয়েছেন তিনি। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যা দেখার পর একজন লিখেছেন, ‘লেডি সুপারস্টারকে অনুরোধ তিনি যেন এরকম স্টেপ আর না করেন। শুভশ্রীর নিজের পি.আর টিমকে দিয়ে প্রমোট করিয়ে নিচ্ছে। প্যাথেটিক!’ আবার একজন লিখেছেন, ‘আমার নাচ দেখেই হাসি পাচ্ছে। এর থেকে আমি ভালো নাচতে পারি।’

তবে এই ট্রোলিঙের পাশাপাশি কিছু কিছু মানুষ তার প্রশংসা করেছেন। তাদের মতে এমন উঁচু জুতো পরে নিজেকে ব্যালেন্স করাটাই কঠিন। তাও তিনি নাচার চেষ্টা করেছেন, যা প্রশংসনীয়। সবমিলিয়ে বলতে গেলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। অন্যদিকে এসব বাদ দিলে তিনি এখন ব্যস্ত রয়েছেন তার সিনেমা নিয়ে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিতু কমলের বিপরীতে ‘গৃহপ্রবেশ’। যা ভীষণই প্রশংসা পেয়েছে দর্শকমহলে। এরপর আগামী আগস্ট মাসে মুক্তি পাবে ‘ধূমকেতু’, যেটি শ্যুটিংয়ের নয় বছর পর মুক্তি পেতে চলেছে। সেখানে তার বিপরীতে রয়েছেন দেব। এটি দেব-শুভশ্রীর অভিনীত শেষ সিনেমা।

error: Content is protected !!