এবার প্রথম দিঘার জগন্নাথ মন্দিরে পালিত হল জন্মাষ্টমী। আর তাই সকাল থেকেই ছিল জমজমাট আয়োজন। জন্মাষ্টমী উপলক্ষে প্রচুর মানুষ দিঘায় ভিড় জমিয়েছেন। লম্বা ছুটি কাটাতে ইতিমধ্যে প্রচুর মানুষ দিঘায় হাজির হয়েছেন৷ আর তার অন্যতম প্রমাণ ইতিমধ্যে দিঘার হোটেল সবকটি ভর্তি হয়ে গিয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে দুপুর বিতরণ করা হয় প্রসাদ। যদিও সারাদিন ধরে প্রসাদ বিতরণ চলবে।
জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ আকর্ষনও রয়েছে এবারের দিঘার জগন্নাথ মন্দিরে। দিঘার জগন্নাথ মন্দিরে পূণ্যস্নিগ্ধ কলস অভিষেকের আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের স্নানের জল ওই কলসে রাখা হবে। আর এই আচার অনুষ্ঠান দেখতে ভক্তদের ভিড় লেগেই রয়েছে। প্রতিদিন মন্দিরের দরজা বন্ধ হয় রাত ৯টার মধ্যে। তবে জন্মাষ্টমীর জন্য এদিন রাত সাড়ে ১২টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকবে ভক্তদের জন্য।
কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস বলেন, “সকাল থেকে শুরু হয় মঙ্গলারতি ও কীর্তন। দুপুরে প্রসাদ বিতরণ হয়। রাত ১২টায় হবে শ্রীকৃষ্ণ জন্মোৎসব পুজো।” সকাল ৬টা থেকেই মন্দিরের দরজা খোলার পর ভক্তদের আনাগোনা শুরু হয়েছে। মন্দির চত্বরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে গোটা মন্দিরে আলো দিয়ে সাজানো হয়েছে। সবমিলিয়ে জমজমাট আয়োজন করা হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে। এর পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। ভক্তরা সমুদ্র স্নান করবেন তাই সেখানেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সমুদ্রে জেটস্কিতে চেপে নজর রাখবে পুলিশ। মন্দারমণিতেও বিশেষ চেকিং-এর ব্যবস্থা করা হয়েছে।