ঠোঁটের পেছনে লাখ লাখ টাকা অপচয়! আফসোস প্রকাশ করে পোস্ট উরফির

ঠোঁটের পেছনে এতোদিন অযথা লাখ লাখ টাকা খরচ করেছেন, আফসোস প্রকাশ করলেন উরফি জাভেদ। অনেকেই জানেন নায়িকারা তাদের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য মুখে নানান রকম কারুকার্য করে থাকেন। যার মধ্যে অন্যতম হলো লিপ ফিলার। যেখানে মূলত ঠোঁটকে ফুলিয়ে তার সৌন্দর্য্য বৃদ্ধি করা হয়।

একসময় তাই করেছিলেন উরফি। তবে কিছুদিন আগেই দেখা যায় তিনি সেই ফিলার খুলে ফেলেছেন। আর সেটা ছাড়াই থাকে বেশ সুন্দর লাগছে দেখতে, যা উপলব্ধি করেছেন উরফি নিজেও। তাইতো সম্প্রতি বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে এই বিষয়ে আফসোস প্রকাশ করেছেন।

লিখেছেন, ‘এখন নিজের ছবি দেখে মনে হচ্ছে অযথা ফিলার লাগিয়ে এতোদিন লাখ লাখ টাকা খরচ করেছি।’ আর এই বিষয়টিতে সহমতপোষণ করেছেন তার ভক্তরাও। তাদের মতে তিনি এমনিতেই সুন্দর আলাদাভাবে তার কোনো কিছু করার দরকার নেই। অন্যদিকে সেই লিপ ফিলার খোলার মুহূর্তের ভিডিও বেশ হাস্যকর ছিল অনেকের কাছে।।

কারণ, সেখানে তার মুখটি ফুলে অদ্ভুত আকৃতির হয়ে গিয়েছিল। তবে সেসব ছবি ও ভিডিও আত্মবিশ্বাসের সাথেই ভাগ করে নিয়েছিলেন উরফি। নানান কটাক্ষ শুনলেও সে বিষয়ে ভ্রুক্ষেপ করেননি বরং কিছুদিন পরেই তার মুখ স্বাভাবিক আকৃতিতে ফিরে আসে এবং অনেক বেশি সুন্দর হয়ে যায়।

উল্লেখযোগ্য, প্রথমদিকে অদ্ভুত ফ্যাশনের জন্য পরিচিত হলেও উরফি কিন্তু ধীরে ধীরে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। ইতিমধ্যেই বেশ কিছু মিউজিক ভিডিও এবং রিয়্যালিটি শো’তে অংশগ্রহণ করেছেন তিনি। এছাড়াও তার ফ্যাশনের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন।

error: Content is protected !!