চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে আহত ও মৃতদের জন্য এবার নতুন ঘোষণা রয়্যাল চ্যালেঞ্জারস্ বেঙ্গালুরুর

গত তিন মাস আগে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আর দীর্ঘ তিন মাসে সোশ্যাল মিডিয়ায় তাদের তরফে কোনো ইস্যুতে কোনো পোস্ট করতে দেখা যায়নি। অবশেষে নিরবতা ভাঙল আরসিবি-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। দলের তরফে জানানো হয়েছে, অন্তর্বেদনা থেকে দীর্ঘদিনের নিরবতা তাদের। তাদের তরফে এতদিন পর একটি বড় ঘোষণা করা হয়েছে। দলের তরফে একটি নতুন দিগন্তের কথা জানানো হয়েছে।

এবার পদপিষ্ট হয়ে মৃত ব্যক্তিদের পাশে দাঁড়াতে ‘আরসিবি কেয়ার্স’ নামের একটি নতুন উদ্যোগের কথা জানানো হয়েছে। এদিন বৃহস্পতিবার তিন মাসের নিরবতা ভঙ্গ করে তারা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে। সেখানে দলের তরফে জানানো হয়, “যে জায়গাটা আগে উচ্ছ্বাস, স্মৃতি আর স্মরণীয় মুহূর্তে ভরে থাকত, ৪ঠা জুনের পর সেই জায়গাটা একেবারে বদলে গিয়েছে। ওইদিন আমাদের সকলের হৃদয় ভেঙেছে।”

ওই পোস্টে আরও লেখা হয়, “তারপর থেকেই আমরা নীরব থেকেছি। প্রচণ্ড যন্ত্রণা থেকেই এই নীরবতা। অনেক কিছু শুনেছি। সেখান থেকেই ধীরে ধীরে এমন একটা পদক্ষেপ করার কথা ভেবেছি, যেটা কেবল একটা প্রতিক্রিয়া নয়। এমন একটা পদক্ষেপ যার প্রতি আমরা সকলে আস্থা রাখি।” এরপর ওই পোস্টে ‘আরসিবি কেয়ার্স’-এর কথাও উল্লেখ করা হয়। যে ভক্তরা পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তাদের পাশে থাকতেই এই নতুন উদ্যোগ।

সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, প্রত্যেক মৃতের পরিবারকে আর্থিক ১০ লক্ষ টাকা সাহায্য করা হবে। এর পাশাপাশি যে ভক্তরা আহত হয়েছেন তাদের বিশেষ তহবিল ও চিকিৎসার সহায়তা দেওয়া হবে। আইপিএল ফাইনালের পরদিনই অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। জানা যায়, পুলিশের আপত্তি থাকায় শেষপর্যন্ত রোড শো বাতিল করা হয়। যদিও চিন্নাস্বামী স্টেডিয়ামের মূল অনুষ্ঠানের ঘন্টা দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে আহ্বান জানানো হয়। আর তারপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

error: Content is protected !!