এইটুকু বয়স থেকেই বাবা রাজ চক্রবর্তীর মুখে মুখে তর্ক ইউভানের! ভিডিও ভাগ করে নিলেন শুভশ্রী

শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে তুমুল ঝগড়া তার পুত্র ইউভান এবং স্বামী রাজ চক্রবর্তীর মধ্যে! সম্প্রতি সেই দৃশ্য ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। কাজের পাশাপাশি কীভাবে সংসারকে শক্ত করে ধরে রাখতে হয় তা বুঝিয়ে দিয়েছেন শুভশ্রী। এমনকি বর্তমানে তাকে ‘লেডি সুপারস্টার’ আখ্যা দেওয়া হয়েছে।

যার দ্বারা এটাই স্পষ্ট হয়, কাজের প্রতি তিনি কতটা নিবেদিত। সম্প্রতি একটি ভিডিও তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যায় তাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ইউভান এবং রাজ। রাজ ছেলেকে বলেন শুভশ্রী তার মাম্মা আর ইউভানের মা। তবে ইউভান তা অস্বীকার করে বলে শুভশ্রী তার মাম্মা।

এভাবেই খানিকক্ষণ চলতে থাকে সবশেষে রাজ বলেন, ‘শুভশ্রী আমার ভালোবাসা, আমার স্ত্রী।’ তবে একইরকমভাবে ইউভানও বলে ওঠে, ‘আমার ভালোবাসা, আমার স্ত্রী।’ যা শুনে হেসে ফেলেন শুভশ্রী এবং রাজকে প্রশ্ন করেন, ‘তোমার কি আর কিছু বলার আছে?’ শুনে রাজ হেসে বলেন তার কিছু আর বলার নেই।

ক্যাপশনে তিনি লিখে দিয়েছেন, ‘এই ধরনের ঝগড়াই আমি ভালোবাসি।’ আসলে পারিবারিক খুনসুটির মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। তবে এই প্রথম নয় এর আগেও এরকম একাধিক দৃশ্য তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। যেগুলি বেজায় উপভোগ করেন ভক্তরা।

উল্লেখযোগ্য, ‘ধূমকেতু’র রেশ কাটছে না কাটতেই শুভশ্রী এবং রাজ তাদের আগামী সিনেমার ঘোষণা করেছেন। যেটি মূলত যুব রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হবে। সিনেমার নাম ‘হোক কলরব’। ইতিমধ্যে সেটির শুভ মহরৎ সম্পন্ন হয়েছে। এমনকি শুরু হয়েছে শ্যুটিং, আগামী বছর সেটি মুক্তি পেতে চলেছে।

error: Content is protected !!