টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার! সম্প্রতি সেই খবরই সকলের সাথে ভাগ করে নিলেন তিনি। হয়তো অনেকেই জানেন তিনি মহাদেবের বডো ভক্ত। আর সেই ভক্তের চরিত্রতেই দেখা যাবে তাকে। স্টার জলসার এই নতুন ধারাবাহিকের নাম ‘ভোলেবাবা পার করেগা।’
চ্যানেলের তরফ থেকে একটি প্রোমো ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায় মঞ্চে উঠে মাইক ছিনিয়ে নিয়ে গান গাইতে শুরু করে দেন মধুমিতা। মূলত এক সাহসী চরিত্রে দেখা যাবে তাকে। নিজের গলাতেই তিনি ‘ভোলেবাবা পার করেগা’ গানটি গাইতে শুরু করেন। যদিও এখনো এই ধারাবাহিক শুরুর দিনক্ষণ জানা যায়নি।
তবে এই প্রোমো প্রকাশ্যে আসতেই বেজায় খুশি হয়েছেন ভক্তরা। কারণ, একসময় টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তবে দীর্ঘদিন আর তাকে টিভির পর্দায় দেখা যায় না বরং জোরকদমে টলিউডে কাজ চালিয়ে যাচ্ছেন। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো।
উল্লেখযোগ্য, প্রথমবার তাকে দেখা গিয়েছিল ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে। যেখানে তার বিপরীতে কাজ করেছিলেন সৌরভ চক্রবর্তী। একসঙ্গে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন তারা। এমনকি বিয়ের পিঁড়িতেও বসতে দেখা যায় দু’জনকে। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
এই ধারাবাহিকের পর তাকে দেখা যায় জনপ্রিয় চরিত্র পাখি হিসেবে। ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে যশ দাশগুপ্তের বিপরীতে তার অভিনয় আজও মনে রেখেছেন দর্শকেরা। এখান থেকই মূলত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। ধীরে ধীরে কাজ শুরু করেন বড়ো পর্দায়। বর্তমানে তিনি টলিউডের পরিচিত মুখ।