আগামীকাল SSC-এর পরীক্ষা, একাধিক কড়া নিয়ম, না মানলেই বাতিল পরীক্ষা, সাংবাদিক বৈঠকে কী জানাল SSC?

আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। আর এই পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আগামীকাল ৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দীর্ঘ প্রতীক্ষিত সেই পরীক্ষা। আগামীকালের পরীক্ষায় যাতে কোনোরকম বিঘ্ন না ঘটে কিংবা কোনোরকম কারচুপি কেউ না করতে পারে সেই স্বচ্ছতা বজায় রাখতে একাধিক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে এসএসসি।

পরীক্ষার আগেরদিন সাংবাদিক বৈঠক করে স্কুল সার্ভিস কমিশনের তরফে স্পষ্টভাবে সমস্ত নিয়মকানুন জানিয়ে দেওয়া হয়েছে। এবারের প্রশ্নপত্র ও উত্তরপত্রে একাধিক সিকিউরিটির ব্যবস্থা থাকছে। আর তাই কেউ যদি কোনও অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করেন তবে তিনি ধরা পড়ে যাবেন। এর পাশাপাশি এসএসসি-এর তরফে জানানো হয়েছে, নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র সম্পূর্ণ বাতিল করা হবে।

আরও পড়ুন,
জীবনের তিন বিশেষ শিক্ষকদের শ্রদ্ধা জানালেন শ্রীময়ী! দেখুন ছবি

আগামীকাল ৭ই সেপ্টেম্বর রবিবার নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হতে চলেছে তাতে এবার পরীক্ষা দিচ্ছেন ৩ লক্ষ ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী। এর পাশাপাশি আগামী ১৪ই সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাতে পরীক্ষায় বসবেন ২ লক্ষ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী। পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে সকাল ১০টার মধ্যে সকল পরীক্ষার্থীকে পৌঁছে যেতে হবে।

সকাল দশটায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে প্রশ্নপত্র। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় ১১:৪৫ মিনিট। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়। ৭ই সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হতে চলেছে তা ৬৩৬টি পরীক্ষা কেন্দ্রকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। এদিন কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, পরীক্ষা দেওয়ার জন্য স্বচ্ছ পেন নিয়ে যেতে হবে। কারোর স্বচ্ছ পেন না থাকলে বা সেটি বিকল হলে বিকল্প পেনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে কমিশন।

এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ করা যাবে না। অ্যাডমিট কার্ডে বার কোড থাকবে। তাই কেউ অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন তবে তিনি সহজেই ধরা পড়ে যাবেন। পরীক্ষার্থী তার আইডি কার্ড ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগে কিছু লেখা যাবে না। উপরিউক্ত নিয়মগুলি মেনে পরীক্ষায় বসতে হবে।

error: Content is protected !!