এবছরের সেপ্টেম্বর মাস বেশ গুরুত্বপূর্ণ একাধিক কারণে। একদিকে যেমন এই মাসেই আসছেন দুর্গা মা তেমনই ৭ই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদিও ভারতের আকাশ থেকেও এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। তাই স্বভাবতই এই কারণে অনেকেই উৎসাহী। তবে গ্রহণের পাশাপাশি একাধিক রাশির উপর নানান প্রভাব পড়তে চলেছে। তার মধ্যে তিনটি রাশি রয়েছে। এবারের চন্দ্রগ্রহণের সময় শনি বক্রী দশায় থাকবে।
সাধারণত এমন যোগ দেখা যায় না। এর পাশাপাশি শনির রাশিতে চন্দ্রগ্রহণ হতে চলেছে। শনির এমন বিপরীতমুখী চলনের জন্য তিনটি রাশির জীবনে আসতে চলেছে সুসময়। তবে সেই রাশিগুলি কী কী এবং কী কী সুখবর আসতে চলেছে তা জেনে নিন-
আরও পড়ুন,
‘রঘু ডাকাত’এ দেবকে ছাপিয়ে গিয়েছেন অনির্বাণ! খোদ দেবের মুখে প্রশংসা সহ-অভিনেতার
বৃশ্চিক রাশি – যেহেতু শনি বক্রি দশায় থাকবে তাই বৃশ্চিক রাশির জীবনে এবার আগামী দিনগুলি সুসময় হিসেবে ধরা দেবে। অর্থলাভ হতে পারে। এর পাশাপাশি সন্তানের দিক থেকে কোনো সুখবর আসতে পারে। সৃজনশীল ভাবনার জন্য কর্মক্ষেত্রে উন্নতি হবে। এর পাশাপাশি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।
মিথুন রাশি – চন্দ্রগ্রহণের সঙ্গে বক্রী শনির প্রভাবের জন্য মিথুন রাশির মানুষেরা কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে দারুণ লাভবান হবেন তারা। পেশায় আরও পদোন্নতি হতে পারে।
মীন রাশি – চন্দ্রগ্রহণে মীন রাশির মানুষদের জন্য আগামী দিনগুলি ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। সামাজিক সম্মান যেমন বৃদ্ধি পাবে তেমনই কর্মক্ষেত্রে সকলের প্রিয় হয়ে উঠবেন। ব্যবসায় সাফল্য আসতে চলেছে।