বহুদিন ধারাবাহিকের মাধ্যমে পর্দায় দেখা যায়নি তাকে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তাকে শেষ দেখা গিয়েছিল ছোট পর্দায়। অবশেষে প্রায় দুই বছর পর অবশেষে পর্দায় ফিরছেন টলিউড অভিনেত্রী শ্রুতি দাস। এর আগে তাকে একাধিক ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে মাঝে প্রায় দুই বছর শ্রুতিকে কোনও ধারাবাহিক বা ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। মাঝে একবার তিনি আক্ষেপ করে বলেছিলেন, খুব কম দিন তিনি শ্যুটিং-এর সেটে গিয়েছেন।
প্রায় দুই বছর পর পর্দায় ফিরছেন স্ত্রী। আর তাকে দেখে উচ্ছ্বসিত স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার। যদিও শ্রুতি এবার ছোটো পর্দায় ফিরলেও তিনি ওয়েব সিরিজ ও সিনেমায় ইতিমধ্যে অভিনয় করে ফেলেছেন। এর আগে ‘ডাইনি’ ওয়েব সিরিজে যেমন অভিনয় করেছেন শ্রুতি তেমনই ‘আমার বস’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।
আর সেখানে শ্রুতির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এর পাশাপাশি আরও একটি ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ অভিনয় সেরে ফেলেছেন শ্রুতি। এবার তিনি যে ধারাবাহিকের মধ্যে দিয়ে ছোটো পর্দায় ফিরছেন সেটি দুই বোনের গল্প। জি বাংলায় সম্প্রচারিত হতে চলেছে ‘জোয়ারভাঁটা’। আর সেখানেই দেখা যাবে শ্রুতিকে। প্রায় দুই বছর ধরে ধৈর্য্য ধরে অপেক্ষা করেছেন শ্রুতি। ফের নিজের ছন্দে ভাসতে চলেছেন আগামীতে।
আর তাই দেখে শ্রুতির স্বামী স্বর্ণেন্দু আনন্দিত। তিনি তার স্ত্রী-এর প্রশংসা করে সমাজ মাধ্যমে লিখেছেন, “কোনও কিছু নিয়ে ধৈর্য ধরে পড়ে থাকা কাকে বলে সেটা আলাদা করে তোমাকে আর বলার প্রয়োজন নেই! ফিরে আসা সবসময় সুখকর। আর লড়াইয়ের একটা আলাদা মজা আছে। আর তোমার লড়াইয়ের কথা সবচেয়ে ভাল তুমি জানো। নিশার লড়াইটা যেন আরও কঠিন!”