টাকা না নেওয়ায় স্ত্রী’কে থাপ্পড় মারার হুমকি দিলেন জাহির! ভিডিও পোস্ট করে জানালেন সোনাক্ষী

ভালোবেসে স্ত্রীকে ১০০ টাকা দিতে চেয়েছেন জাহির ইকবাল, না নিলে তিনি থাপ্পড় মেরেই দেবেন! এমনটাই হুমকি দিলেন সোনাক্ষী সিনহাকে। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন হঠাৎ করে স্ত্রী’কে থাপ্পড় মারার কথা কেন বললেন তিনি? আসলে বিষয়টি অন্যরকমের।

এই দৃশ্যটা হয়তো অনেকেই দেখে থাকবেন। ১৫ বছর আগে ‘দাবাং’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন সোনাক্ষী। সেই সিনেমারই জনপ্রিয় একটি সংলাপ হলো, ‘ভালোবেসে দিচ্ছি টাকাটা নাও, না হলে আমি থাপ্পড় মেরেও দিতে পারি।’ আর তার উত্তরে নায়িকা বলেন, ‘থাপ্পড়ে ভয় পাই না ভালোবাসায় পাই।’

১৫ বছর উপলক্ষ্যে সেই বিষয়টি নতুন করে তৈরি করতে চেয়েছিলেন সোনাক্ষী এবং জাহির। তবে যতবারই তারা বিষয়টি রেকর্ড করতে গিয়েছেন ততবারই হেসে ফেলেছেন। প্রথমদিকে কোনোভাবেই তারা সেটির ভিডিও বানাতে পারেননি। শেষ পর্যন্ত হাসি অনেক কষ্টে চেপে রেখে ভিডিওটি বানান।

যেটি পোস্ট করে সোনাক্ষী লিখেছেন, ‘এমনি। ১৫ বছর হয়ে গেলো। হুর হুর হুর দাবাং।’ ভিডিওটি পোস্ট করামাত্রই বিভিন্ন মজাদার মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা৷। প্রত্যেকেই বলেছেন জাহির এবং সোনাক্ষীর বন্ধুত্ব অনেক গভীর। তাই দু’জনকে সবসময় এমন খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।

উল্লেখযোগ্য, একপ্রকার বাড়ির অমতে গিয়ে জাহিরকে বিয়ে করেছেন সোনাক্ষী। যেহেতু দু’জনের ধর্ম আলাদা তাই তাদের বিয়ের পথে নানান সমস্যা এসেছিল। তবে সেসবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুখে সংসার করছেন সোনাক্ষী এবং জাহির। প্রথমদিকে তারা যাদের সমালোচনা করেছেন তারাই এখন প্রশংসায় পঞ্চমুখ।

error: Content is protected !!