একরত্তি ইয়ালিনির মায়ের সঙ্গে বকবক, কী বলল ইয়ালিনি? সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন শুভশ্রী

টলি পাড়ার বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি। একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন তিনি। তার ছবিগুলিতে অভিনয় বেশ প্রশংসার দাবি রাখছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ ও ‘গৃহপ্রবেশ’। ছবি দু’টি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। ইতিমধ্যে শুভশ্রী ফের তার পরবর্তী কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সামনেই পুজো, আর তার জন্য বিজ্ঞাপনের কাজ ও তার সঙ্গে আগামী সিরিজ ‘অনুসন্ধান’-এর জন্য ব্যস্ত শুভশ্রী।

আরও পড়ুন,
সামনেই উৎসবের মরশুম, কবে থেকে বহুপ্রতীক্ষিত সেল শুরু হচ্ছে অ্যামাজন ও ফ্লিপকার্টে? তারিখ ঘোষণা করল দুই সংস্থা

এত ব্যস্ততার মাঝে সংসার ও ছেলেমেয়েকে কি সময় দিতে পারছেন নায়িকা? এই প্রশ্ন অনেকেই তুললেও এবার তারই প্রমাণ দিলেন নায়িকা নিজেই। বৃহস্পতিবার সকাল বেলায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টোরি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানেই তাকে তার মেয়ে ইয়ালিনির সঙ্গে খোশমেজাজে সময় কাটাতে দেখা গিয়েছে। মা ও মেয়ের খুনসুটি ধরা পড়েছে ভিডিওতে।

আরও পড়ুন,
ঘোর বিপদে পড়েছেন উরফি জাভেদ, সাহায্যের আর্জি জানিয়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

যদিও শুভশ্রী একটি ইন্টারভিউতে জানিয়েছেন, কাজ থেকে বাড়ি ফিরলে ফোন থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। তখন শুধুই তিনি তার ছেলেমেয়েকে নিয়ে সময় কাটান। ছেলেমেয়ের সঙ্গে নানান মূহুর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে ভোলেন না। গতকাল অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন। সেখানে দেখা গিয়েছে ইয়ালিনি তার মায়ের জুতো পরে ঘরময় ঘুরে বেড়াচ্ছে। আর মেয়ের সেই কাণ্ড ভিডিও করেছেন শুভশ্রী।

IMG 20250911 164137 NmtkgHHs7E

ইয়ালিনি ও ইউভান ধীরে ধীরে বড় হচ্ছে। ইউভান অনেকটা বড় হয়ে গেলেও ইয়ালিনি ধীরে ধীরে কথা শিখছে। মায়ের কোল ঘেঁষে ইয়ালিনিও তার বাবা মা ও দাদার নাম বলে দিচ্ছে। শুভশ্রীর তার দুই ছেলেমেয়ে ও স্বামীকে নিয়ে ভরা সংসার। আর তার পাশাপাশি একের পর সিনেমায় কাজে বেশ ব্যস্ততার মধ্যেই দিন কাটে তার।

error: Content is protected !!