‘কিউট দুর্গা’! সমাজমাধ্যমে হু হু করে ছবি ভাইরাল

হাতে গুনে আর মাত্র ক এক আছে। ইতিমধ্যেই শহরের নানা প্রান্তে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। সকলেই ব্যাস্ত কেনাকাটা ও শেষ মুহূর্তের কাজ সারতে। কুমোরটুলির মৃৎশিল্পীদের ব্যস্ততাও তুঙ্গে। শিল্পীর হাতের জাদু দেবী প্রতিমার এক ঝলক দেখতে বাঙালির মন ছুটে যায় কুমারটুলিতে।

প্রতিবারের ন্যায় এবারও কুমারটুলি নতুন রূপে ধরা দিয়েছে। দুর্গা প্রতিমা শুধুই মহিষাসুরমর্দিনী নয়, তিনি যেন ঘরের মেয়ে। তাঁর চোখে মুখে ফুটে উঠেছে স্নেহ, মায়া, আর মন ভোলানো হাঁসি।

আরও পড়ুন,
আমিষ থেকে শুরু করে মদ্যপান বর্জন, সম্পূর্ণ সাত্ত্বিক জীবনযাপন শুরু করেছেন রনবীর! নেপথ্যে লুকিয়ে কোন বিশেষ কারণ? জেনে নিন

এই ‘কিউট দুর্গা’কে দেখে দর্শনার্থীরা প্রথমে অবাক। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ‘ভাইরাল’ এই প্রতিমার রূপ।

1757591088 cute durga x body 12

দেবী দুর্গা প্রতিমাটির গোল গাল মুখ, বড় বড় মায়াময় চোখ আর ভুবন ভোলানো হাঁসিতে মুগ্ধ সকলে। ফলে ছোট থেকে বড় সকলকেই টানছে এই প্রতিমা। দর্শনার্থীদের ভিড় জমছে স্টুডিয়োতে, কেউ ক্যামেরা হাতে ছবি তুলছেন, তো আবার কেউ ভিডিয়ো করছেন। এককথায় সমাজমাধ্যমে এখন ‘ভাইরাল’ দেবীর এই রূপ। এখন ‘কিউট দুর্গা’কে সঙ্গে নিয়ে সেলফির তোলার রোল।

error: Content is protected !!