ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের জাতীয় সংগীত নয় বরং বেজে উঠলো ‘জলেবি বেবি’ গান। যা রীতিমতো সমালোচনার সৃষ্টি করেছে ক্রিকেট দুনিয়ায়। যখনই ভারত বনাম পাকিস্তানের কোনো ক্রিকেট ম্যাচ থাকে সেটি ক্রিকেটের উর্ধ্বে গিয়ে জাতীয়তাবোধে পরিণত হয়।
সম্প্রতি শুরু হয়েছে ‘এশিয়া কাপ ২০২৫’। দুবাইতে গ্রুপ-এ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি ছিল। কারণ, এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ পহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুরের পর এই প্রথম মুখোমুখি হলো। ফলস্বরূপ একটা চাপা উত্তেজনা কাজ করছিল সকলের মনে।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক উঠেছিল। যেন পাকিস্তানের সাথে কোনো ক্রিকেটে অংশগ্রহণ না করে ভারত। যদিও শেষ পর্যন্ত তারা মুখোমুখি হয়। তবে তার আগেই বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে ক্রমাগত। ম্যাচ শুরুর আগে অধিনায়ক সূর্য কুমার যাদব এবং সালমান আলী আগা একে অপরের সাথে হাত মেলাতে অস্বীকার করেন। এমনকি কেউ কারো চোখে চোখ পর্যন্ত রাখেননি।
এখানেই শেষ নয় ম্যাচ শুরু হওয়ার আগে যখন দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় তখন পাকিস্তানের জাতীয় সংগীতের বেলায় ডিজে ভুল করে ‘জলেবি বেবি’ গানটি বাজিয়ে ফেলেন। কয়েক সেকেন্ড যেন স্তম্ভিত হয়ে যান পাকিস্তানের ক্রিকেটাররা। তবে ভুল সংশোধন করে ডিজে তাদের জাতীয় সংগীতটি চালিয়ে দেন।
এই ঘটনার দৃশ্য উঠে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। একদিকে যেমন ভারতীয় নেটিজেনদের একাংশ বিষয়টির মজা নিয়েছেন। তবে অনেকেই আবার এও বলেছেন কোনো দেশের জাতীয় সংগীত নিয়ে এভাবে হাসাহাসি করা ঠিক না। সবমিলিয়ে এই অপ্রত্যাশিত ঘটনা শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।