ছবির প্রচারে ব্যস্ত ‘রঘু ডাকাত’-এর গোটা টিম। প্রথমে উত্তরবঙ্গ সফর শেষ করে এবার তারা পৌঁছে গিয়েছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে। আগামী ২৬শে সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রঘু ডাকাত’। আর মাঝে বাকি মাত্র কয়েকটা দিন। আর এই ক’দিন গোটা বাংলা জুড়ে দাপিয়ে প্রচার করবে টিম ‘রঘু ডাকাত’। এর আগে উত্তরবঙ্গে ঘিস নদীর জলে মাছ ধরতে নেমেছিলেন ‘রঘু’ ওরফে দেব। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল নিমেষেই।
এবার পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন দেব, সোহিনী ও ইধিকারা। সেখানে দেব ধরা দিলেন নানান মুডে। কখনও ‘রঘু’-র নায়িকা ‘সৌদামিনী’-কে নিয়ে আদিবাসী নাচে ডুবে থাকতে দেখা গেলো তাকে। আবার কখনও খুদেদের সঙ্গে মেঝেয় বসে তাদের কোলে নিয়ে আদর করতে দেখা গেলো দেবকে। দেবের মধ্যে যেনো তারকা কিংবা ভিআইপি-এর লেশমাত্র নেই। তিনি মিশে গিয়েছেন আদিবাসীদের মাটিতেই, তাদের গন্ধকে যেনো নিজের গায়ে মেখে নিয়েছেন তিনি।
আরও পড়ুন,
দেবকে বাদ দিয়ে এবার ‘পরাণ যায় জ্বলিয়া রে’তে মঞ্চ কাঁপালেন অনির্বাণ! দেখুন ভিডিও
এছাড়া দেবকে দেখা গেলো আদিবাসীদের সঙ্গে গল্পে, আড্ডায় মেতে উঠতে। রবিবার রাতে হোটেলে ফিরে সেখানে আদিবাসী মেয়েদের সঙ্গে নাচের তালে তিনিও নাচ করলেন। দেবের গলায় উত্তরীয়, পুরুলিয়ার অতিথি আপ্যায়ণের রীতি অনুযায়ী পরনে শাল পাতার মালা তাকে পরিয়ে দিলেন তারা। দেব আদিবাসীদের বাজনার তালে তালে কোমর দুলালেন।
সেই মূহুর্ত ধরা পড়ল ক্যামেরায় যা নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবির প্রচারে দেবের পারফরম্যান্স যেনো বিস্ময় জাগায় দর্শকদের। আগামী ২০শে সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ট্রেলার লঞ্চ হতে চলেছে ‘রঘু ডাকাত’-এর। সেই ট্রেলার লঞ্চ ঘিরে দেবের প্রস্তুতিও তুঙ্গে। তবে ‘রঘু ডাকাত’ প্রেক্ষাগৃহে কতটা সাফল্য অর্জন করতে পারে তা সময়ই বলবে।