“হাসতে হাসতে খুন করে দেবো” কাকে খুন করার কথা ঘোষণা করলেন শুভশ্রী গাঙ্গুলি? দেখুন পোস্ট

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভেসে ওঠে। ব্যালকনিতে বসে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি ও কৌশিক গাঙ্গুলি। দুই গাঙ্গুলি হাসতে হাসতে কিছু একটা কথা বলছেন। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর নেটভুবনে একটি কথা ভেসে উঠেছে। তবে কি এবার পরিচালক গাঙ্গুলির ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী গাঙ্গুলি? যদিও সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই লেখেননি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে শুভশ্রী লিখেছেন, “হাসতে হাসতে খুন করে দেবো।” এবার তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। তবে কি এবার দুই গঙ্গোপাধ্যায় নতুন কোনো ছবির আলোচনা করছেন? বর্তমানে টলি পাড়ার ব্যস্ততম অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি। একের পর এক ছবিতে অভিনয় করছেন তিনি। তার অভিনীত ‘গৃহপ্রবেশ’ ছবিটি মুক্তির পর অভিনেত্রীর অভিনয়ের যথেষ্ট প্রশংসা পায়। এছাড়াও ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এরপর মুক্তি পায় ‘ধূমকেতু’।

শুভশ্রী ও দেবের জুটি ফিরে পেতে যেনো মানুষ মন থেকে যেনো এতবছর প্রত্যাশা করেছিল। আর তা বাস্তবায়িত হওয়ার পর বক্স অফিসে তা লাফিয়ে ব্যবসা করেছে। এর পাশাপাশি পুজোতে ‘হইচই’ প্ল্যাটফর্মে আসতে চলেছে অভিনেত্রীর নতুন সিরিজ ‘অনুসন্ধান’। তবে এবার ‘হাসতে হাসতে খুন করে দেবো’ বলার মধ্যে নতুন ইঙ্গিত রয়েছে তা স্পষ্ট। সূত্রের খবর, কৌশিক গাঙ্গুলির আগামী থ্রিলার ছবিতে এবার খলনায়িকার চরিত্রে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে।

যদিও অভিনেত্রী সেই ছবিতে আসলেই কী ভূমিকায় অভিনয় করবেন তা জানা যায়নি। শোনা যাচ্ছে, কৌশিক গাঙ্গুলির পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন রুদ্রনীল ঘোষ। এর পাশাপাশি কৌশিক গাঙ্গুলিকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। সব ঠিক থাকলে পুজোর পর কিংবা বছরের শেষে শ্যুটিং শুরু হতে চলেছে। ঝাড়খণ্ড কিংবা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হতে চলেছে এই ছবির শ্যুটিং।

সবমিলিয়ে শুভশ্রী যে লম্বা রেসের ঘোড়া তা সকলেই এক বাক্যে স্বীকার করবেন। অভিনয় থেকে সংসার সবকিছুই তিনি দারুণ সামলাচ্ছেন। তার পাশাপাশি দুই ছেলেমেয়েকে সমানভাবে সময় দিচ্ছেন অভিনেত্রী। তাই বলতেই হয় অভিনয় জীবনে যতই ব্যস্ততা আসুক তিনি কোনও কাজেই খামতি রাখেন না।

error: Content is protected !!