অভিনয় ছেড়ে প্রোমোটারি শুরু করলেন স্বস্তিকা! হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জানুন বিস্তারিত

অভিনয় ছেড়ে এবার প্রোমোটারি করতে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে! কী অবাক হচ্ছেন তো? শুনে হয়তো ভাবতে পারেন হঠাৎ করে অভিনয় কেন ছাড়তে গেলেন এই অভিনেত্রী? আসলে বিষয়টি তা নয়। সম্প্রতি তিনি তার নতুন সিনেমার ঘোষণা করেছেন। যেখানে তাকে প্রোমোটারের ভূমিকায় দেখা যাবে।

স্বস্তিকা মানেই নতুনত্ব, ভিন্ন স্বাদের কাজ করতে বরাবর আগ্রহী এই অভিনেত্রী। টলিউড হোক বা বলিউড সবসময় অন্য ধরনের চরিত্রকে বেছে নেন তিনি। সম্প্রতি সেরকমই একটি সিনেমার কথা ঘোষণা করেছেন বিশ্বকর্মা পুজোর দিন। তার আগত এই সিনেমার নাম ‘প্রোমোটার বৌদি।’

সিনেমার প্রথম ঝলক পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ”বিশ্বকর্মা পুজোয় বিশেষ বিশেষ ঘোষণা। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, আসছে আমাদের নতুন বাংলা ছবি ‘প্রোমোটার বউদি’। একটা মিষ্টি ঘরোয়া ছবি, নাচে, গানে একশানে মন মাতানো ছবি, যা দেখতে পারবেন পরিবারের সবার সঙ্গে, হই হই করে। সিনেমা দেখতে দলে দলে, দেখা হবে হলে হলে।”

ক্যাপশন থেকে জানা গিয়েছে এই সিনেমাটি লিখেছেন এবং পরিচালনা করেছেন শৌর্য দেব। সাথে এও বোঝা যাচ্ছে এটি মূলত একটি পারিবারিক সিনেমা। তাই সেটা সকলের সাথে অনায়াসেই দেখা যাবে। এই ঘোষণার পর থেকেই তাকে আগত সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

সাথে অনেকে এও লিখেছেন তারা প্রত্যেকে এই সিনেমাটির জন্য অপেক্ষায় রইলেন। উল্লেখযোগ্য, ইতিমধ্যেই টলিউডে দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছেন স্বস্তিকা। তার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। শুধু তাই নয় বলিউডের বিভিন্ন সিনেমা-সহ ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন তিনি।

error: Content is protected !!