গান ভালোবাসেন পরম-পিয়া, ছেলের নাম রেখেছেন সুরের সঙ্গে মিলিয়ে, অবশেষে চতুর্থীর সকালে পুত্রসন্তানের ছবি প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি

অবশেষে সব অপেক্ষার অবসান। চতুর্থীর সকালে একমাত্র সন্তানকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি তার ছেলের দু’টি ছবি পোস্ট করেন। সেখানে ছেলেকে যেমন প্রকাশ্যে আনেন তেমনই তার নামও প্রকাশ্যে এনেছেন তারা। গত ১লা জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। জন্মের পর কেটে গিয়েছে তিন মাস। অবশেষে এদিন ছেলেকে প্রকাশ্যে আনলেন তারা।

পরমব্রত ও পিয়া দু’জনেই গান ভালোবাসেন। তাই ছেলের নামও রেখেছেন সুরের সঙ্গে মিলিয়েই। তারকা দম্পতি ছেলের নাম রেখেছেন ‘নিষাদ’। সাত সুরের এক সুর হল নিষাদ। যদিও এই নামের আরও একটি অর্থ হলো, যাকে দুঃখ কখনও ছুঁতে পারে না। তবে এর পাশাপাশি ছেলের আরও একটি নাম রেখেছেন তারা। আর সেটি হলো ‘নডি’। তবে শুধু নাম নয়, এবার মুখও প্রকাশ্যে আনলেন তারা।

দু’টি ছবি পোস্ট করেছেন পরমব্রত। যেখানে তাদের ছেলেকে দেখা গিয়েছে গোল গোল চোখ খুলে তাকিয়ে রয়েছে সে। গোল গোল হাত দেখা যাচ্ছে তার। ক্যামেরার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ছেলের জন্মের পর বাবা ও মা তাদের সন্তানকে সময় দিয়েছেন। পরমব্রত তার কাজ থেকে পিতৃত্বকালীন ছুটিও নিয়েছেন। ছেলের সঙ্গে সবসময় উপভোগ করার সুযোগ তিনি ছাড়তে চাননি।

যদিও অনেকেই ভেবেছিলেন বাকি সেলিব্রিটিদের মতন পরমব্রত ও পিয়া হয়তো তাদের সন্তানের ছবি কোথাও পোস্ট করবেন না। তবে সব অপেক্ষার অবসান ঘটল চতুর্থীতে। পিয়া জানিয়েছেন, তাদের ছেলে কার মতন দেখতে তা তারা বুঝতে পারছেন না। তিনি আরও বলেন, বাবা ও মা দু’জনের মুখেরই আদল রয়েছে ছেলের মুখে। বর্তমানে ছেলেকে নিয়ে ঝড়ের গতিতে সময় বয়ে যাচ্ছে তারকা দম্পতির। প্রথমবার দুর্গা পুজো কাটাবে পরম-পিয়ার সন্তান।

error: Content is protected !!