Koushani: রানীর বেশে ধরা দিলেন অভিনেত্রী কৌশানী, ছবি দেখে মুগ্ধ নেটবাসী

Koushani: সম্প্রতি এবার রাজকীয় বেশে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি! তাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। ২৫ শে সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার নতুন সিনেমার ‘রক্তবীজ ২’। তার আগের কয়েক মাস ধরে একটানা প্রচার চালিয়েছেন এই সিনেমার।

তারই শেষ দিনে ছিল মিউজিক লঞ্চ। সেখানে ঠিক যেন রানীর সাজে উপস্থিত হয়েছিলেন তিনি। যার বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এদিন একটি নীল জমকালো শাড়ি পরেছিলেন তিনি। আর অনুষ্ঠানে যাওয়ার আগে বেশ কিছু ফটোশ্যুট করিয়েছেন।

কখনো দেখা যায় চেয়ারে বসে রয়েছেন। আবার কখনো পোজ দিয়েছেন অন্যদিকে তাকিয়ে। সবগুলো ছবিতেই তাকে ভীষণ লাস্যময়ী লাগছিলো দেখতে। এই সাজেই তিনি পৌঁছে গিয়েছিলেন মিউজিক লঞ্চ ইভেন্টে। যেখানে গিয়ে অঙ্কুশের সাথে ‘তোমার প্রেমে রাত জাগা পাখি হয়ে থাকি’ গানে নাচতেও দেখা গিয়েছে তাকে।

ইতিমধ্যেই সেই সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন সময়ের সাথে সাথে তার জৌলুশ যেন ক্রমাগত বেড়েই চলেছে। এছাড়াও অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে তাদের। উল্লেখযোগ্য, ‘রক্তবীজ ২’ সিনেমায় অঙ্কুশের বিপরীতে দেখা যাবে তাকে।

এই সিনেমায় মূলত ভারত-বাংলাদেশ সন্ত্রাসবাদ নিয়ে একটি টানটান উত্তেজনার কাহিনী ফুটে উঠবে। প্রধান সন্ত্রাসবাদীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে। তবে কীভাবে তার হাত থেকে দেশকে মিমি এবং আবীর-সহ অন্যান্য পুলিশ কর্মীরা বাঁচিয়ে নিয়ে আসে সেই কাহিনীই বলবে এই সিনেমা।

error: Content is protected !!