সৎ মা সুরা’র সাধভক্ষণ অনুষ্ঠানে হাজির মলাইকা-পুত্র আরহান খান, কী সাদৃশ্য ছিল বাবা আরবাজের সঙ্গে? জানুন

মলাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর রূপটানশিল্পী সুরা খান’কে বিয়ে করেন আরবাজ। বিয়ের এক বছর পার হতে না হতেই মিলেছে সুখবর। পরিবারে আসতে চলেছে একরাত্তি সদস্য। বাবা হতে চলেছেন আরবাজ খান। তবে এ কথা বলাই বাহুল্য, এর আগে মলাইকার সঙ্গে একটি সন্তান রয়েছে আরবাজের। এখন সেই ছেলের বয়স ২২ বছর। ৫৭ বছর বয়সে দ্বিতীয় বার বাবা হচ্ছেন সলমন খানের ভাই। বাবার হবু সন্তানের জন্য আয়োজিত সাধের অনুষ্ঠানে হাজির হলেন আরহান। সৎ মা সুরা’র সাধভক্ষণ অনুষ্ঠানে এলেন মলাইকার ছেলে আরহান খান (বয়স ২২)।

সুরা খান ও আরবাজের মধ্যে বয়সের পার্থক্য অনেকটাই। সুরা খানের ইচ্ছেমতো সাধের অনুষ্ঠানের থিম ছিল হলুদ। এই অনুষ্ঠানে সুরা পরেছিলেন হলুদ গাউন, অন্যদিকে আরবাজ়ের পরনে ছিল হলুদ শার্ট ও সাদা প্যান্ট। সাধের অনুষ্ঠানে ছেলে আরহানও বাবার সঙ্গে পোশাকে রংমিলান্তি করে হাজির হন।

বেশ খানিকক্ষণ পরে কড়া নিরাপত্তার বলয়ে এলেন সলমন খান। আসার পূর্বে সেখানকার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে আরবাজ, সলমন, সোহল সহ পরিবারের সদস্যরা ছাড়াও সেখানে হাজির হয়েছিলেন বলিউডের তারব তারব তারকারাও।

উল্লেখ্য, আরবাজ খানের দ্বিতীয় বিয়ের সময়েও তাঁর সঙ্গে ছিলেন ছেলে আরহান। বাবা ও সৎ মায়ের জন্য গানও গেয়েছিলেন। যদিও এর পরও বহু বার আরহানকে তার সৎ মা সুরা’র সঙ্গে দেখা গিয়েছে। মলাইকা-পুত্র আরহান প্রথম থেকেই সৎ মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। অন্যদিকে শোনা যাচ্ছে আরবাজ ও সুরা-র সন্তান অক্টোবর মাসেই ভূমিষ্ঠ হবে।

error: Content is protected !!