দক্ষিণী ছবির জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। তাদের প্রেমের গুঞ্জন চলছে বহুদিন ধরেই। শোনা যায় ২০১৮ সাল থেকে তারা সম্পর্কে রয়েছে। দীর্ঘ আট বছর সম্পর্কে থাকলেও এখনও তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। এরই মাঝে শোনা যাচ্ছে, তারা দু’জন নাকি একান্তে বাগদান সেরে ফেলেছেন। সবকিছু ঠিক থাকলে প্রেমের মাসে সাত পাকে বাঁধা পড়তে পারেন দুইজন।
শোনা যাচ্ছে অভিনেতা বিজয় দেবরকোন্ডার হায়দ্রাবাদের বাড়িতে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে তাদের বাগদান পর্ব। রশ্মিকা ও তার পরিবার এবং বিজয় ও তার পরিবারের সম্মতি ও উপস্থিতিতে অবশেষে আংটি বদল হল রশ্মিকা ও বিজয়ের। দীর্ঘ আট বছর প্রেমের পর অবশেষে বাগদান পর্ব সারলেও তা নিয়ে এখনও রাখঢাক বজায় রেখেছেন তারা দু’জন।
অক্টোবর আংটি বদলের পর ফেব্রুয়ারিতে বিয়ের মাস ঠিক হওয়ার মাঝে তিন মাসের বিলম্ব কেনো? গুঞ্জন শোনা যাচ্ছে, বিয়ের আগে সঠিকভাবে একে অপরকে আরও ভালোভাবে চিনে নিতে চান তারা। আর তাই তিন মাস সময় নিয়েছেন তারকা যুগল। যদিও দুই তারকার তরফে কোনও ঘোষণা শোনা যায়নি। এদিকে প্রিয় তারকা জুটির বাগদান পর্বের খবরে তাদের অনুরাগীরা খুশিতে ভাসছেন। সমাজ মাধ্যমে তারকা জুটির ছবি পোস্ট করে চলছে শুভেচ্ছাবার্তা।
তবে রশ্মিকা ও বিজয়ের প্রেম ও বাগদান নিয়ে এত গোপনীয়তার কারণ কী? শোনা যাচ্ছে, এর আগে একবার বাগদান ভেঙে যায় রশ্মিকার। তখন ২০১৭ সালের জুলাই মাস, অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান সম্পন্ন হয় রশ্মিকার। আর তা ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভেঙে যায়। এরপর ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবির মধ্যে দিয়ে বিজয়ের সঙ্গে আলাপ রশ্মিকার। ধীরে ধীরে তাদের সম্পর্ক পরিণতি পায়।