মেয়েকে নিয়ে প্রথম দুর্গা পুজো কাঞ্চন-শ্রীময়ীর, মায়ের সিঁদুর খেলা দেখে মুগ্ধ ছোট্ট কৃষভি

টলি পাড়ার অন্যতম চর্চিত দম্পতি তারা। বিয়ের পিঁড়ি থেকে বিতর্ক শুরু হয়েছে তাদের নিয়ে। তারপর থেকে তাদের প্রায় সব কাজেই বিতর্ক সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাতে যদিও তারা একটাই মন্ত্র যপ করে গিয়েছেন ‘কুছ পরোয়া নেহি’। তারা হলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ মল্লিক। বর্তমানে তারা এক কন্যা সন্তানের বাবা মা। ছোট্ট কৃষভিকে নিয়ে দারুণ কাটছে তাদের দিন। এরই মাঝে কৃষভির বাবা মা হিসেবে তাদের প্রথম পুজো। আর তাই এবারের পুজো অনেকটা স্পেশাল কাঞ্চন ও শ্রীময়ীর কাছে।

সম্প্রতি শেষ হয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। আর এই পুজোতে প্রতিদিন শ্রীময়ীর সাজ ছিল চোখে পড়ার মতন। তবে কৃষভির চোখে সব দিনের তুলনায় দশমীর সাজ ছিল তার মায়ের সেরা সাজ। কাঞ্চন ও শ্রীময়ী দশমীর বরণের পর এবার সিঁদুর খেললেন। আর তা উপভোগ করল ছোট্ট কৃষভি। কৃষভি একভাবেই তাকিয়েছিল তার মায়ের দিকে।

শ্রীময়ী বলেন, “হাঁ করে তাকিয়ে ছিল আমার দিকে। মুখের ভাবটা এমনই, যেন মা এই ভাবেই সারা ক্ষণ সাজুক আর বাবা ওর মায়ের দিকে তাকিয়ে থাকুক।” ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন ও শ্রীময়ীর সিঁদুর খেলার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আর সেখানেই দেখা গিয়েছে স্ত্রী শ্রীময়ীকে সিঁদুর মাখিয়ে দিচ্ছেন কাঞ্চন। আর তা মুগ্ধ হয়েই দেখছে ছোট্ট কৃষভি।

পুজোয় ঠাকুর দেখা প্রসঙ্গে শ্রীময়ী বলেন, “পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা যেন নেশার মতো। আগের বছরও কৃষভি যখন পেটে, সেই অবস্থাতেই গিয়েছিলাম অনেক জায়গায়। তাই এই বছর আরও বেশি ঘুরব।” তবে দুর্গা পুজো কেটে গিয়েছে। এবার সামনে আসছে লক্ষ্মী পুজো। এবার তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কাঞ্চন মল্লিকের বাড়িতে।

error: Content is protected !!