Kanchan-Sreemoyee: ‘পুরনো চাল ভাতে বাড়ে’..স্ত্রীকে নিয়ে একী জানালেন কাঞ্চন? জানুন

Kanchan-Sreemoyee: স্ত্রী’র প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan)! জানালেন শ্রীময়ী আসার পর থেকে তার জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। একইসাথে এও জানিয়ে দিলেন যে যার ভেতরটা সুন্দর, তাকে বাইরে থেকে আলাদা করে সুন্দর হওয়ার প্রয়োজন পড়ে না। পুজোর কয়েকটা দিন ভরপুর আনন্দ করেছেন শ্রীময়ী এবং কাঞ্চন।

একদম পুজোর প্রথম দিন থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঠাকুর দেখেছেন তারা। মেয়েকে কোলে নিয়ে কাঞ্চন ও শ্রীময়ীর প্যান্ডেলে ঘোরার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার বিজয় দশমী উপলক্ষ্যে মেতে উঠেছিলেন সিঁদুর খেলায়।

আরও পড়ুন,
ভাঙল ১২৫ বছরের রেকর্ড, তুমুল বৃষ্টিতে জল জমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রে, বিধ্বস্ত জনজীবন

সেখানে কাঞ্চনকে জিজ্ঞেস করা হয়েছিল শ্রীময়ীর সেদিনের সাজ কেমন লাগছিল তার? প্রথমেই কাঞ্চন জানিয়েছিলেন যে কটা দিন শ্রীময়ী সেজেছিলেন তার মধ্যে সবথেকে বেশি সুন্দর লেগেছে দশমীর সাজ। এদিন লাল-সাদা শাড়িতে ধরা দিয়েছিলেন শ্রীময়ী। সাথে সোনার গয়না তাতে আলাদা মাত্রা যোগ করেছিল।

আরও পড়ুন,
৫৮ বছরে ফের বাবা হলেন আরবাজ খান, পুত্র নাকি কন্যা সন্তান এলো ঘরে?

কাঞ্চন বলেন, ‘বউ কোনোদিনও পুরনো হয় না। পুরনো চাল ভাতে বাড়ে। তাই আমি বলবো যে সুন্দর সে সবসময় সুন্দর তার জন্য আলাদা করে কিছু বলার দরকার নেই। তবে আমার মনে হয় মানুষের বাইরেটা থেকে ভেতরটা বেশি সুন্দর হওয়া প্রয়োজন। সে মানুষের জীবনটাকে অনেক বেশি সুন্দর করে তোলে। তার জন্য শ্রীময়ীকে অনেক অনেক ধন্যবাদ।’

তবে এই প্রথম না যে কোনো সময় শ্রীময়ীকে নিয়ে কোনো কথা জিজ্ঞেস করলে ভূয়সী প্রশংসা করতে দেখা যায় এই অভিনেতাকে। তার জীবনে নাকি নতুন করে খুশির জোয়ার এনেছেন এই অভিনেত্রী। আর তার পরিমাণ বাড়িয়ে তুলেছে একমাত্র কন্যা কৃষভি।

আরও পড়ুন,
Mimi: এখনো পুজোর রেশ কাটেনি! মনখারাপি পোস্ট মিমির

error: Content is protected !!