একসময় দর্শকদের প্রচুর ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী রেখা। তিনি ব্যাপক সাফল্য পেলেও তার ব্যক্তিগত জীবন সর্বদাই বিতর্কে মোড়া। অনেক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও শেষে তিনি বিয়ে করেছিলেন ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে। কিন্তু বিয়ের মাত্র মাস সাতেক পর মুকেশ আত্মহত্যা করেছেন।
অভিনেত্রী রেখার অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও তিনি কখনওই সত্যিকারের ভালোবাসা পাননি। অভিনেত্রী যখন দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন, তখন অনেকেই চমকে গিয়েছিলেন। এমনকি ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ের পর অভিনেত্রীর জীবনে আরও সমস্যা দেখা দিয়েছিলো।
১৯৯০ সালের ৪ মার্চ মাসে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে দাম্পত্য জীবনে প্রবেশ করেন রেখা। বিয়ের মাত্র ৭ মাসের মধ্যেই মুকেশ আত্মহত্যা করেন। স্বামী যখন আত্মহত্যা করেছেন, তখন রেখা বিদেশে ছিলেন। স্বামীর মৃত্যুর পর তাকে বহু কটূক্তি শুনতে হয়েছে। অভিযোগ শুনতে শুনতে তিনি একপ্রকার ক্লান্ত হয়ে একটি সাক্ষাৎকারে অনেক অনেক অজানা তথ্য ফাঁস করেছিলেন।
স্বামীর আত্মহত্যার মাস কয়েক পর রেখা একটি সাক্ষাৎকারে জানান, লন্ডনে হানিমুনে থাকাকালীন অভিনেত্রী জানতে পারেন যে তার স্বামী মুকেশের কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। তার মনে হয়েছিল যে তারা একে অপরের জন্য তৈরি নন।
সাক্ষাৎকারে রেখা এ ও জানিয়েছিলেন- তিনি নন, বরং তার স্বামী মুকেশ আগরওয়ালই তার থেকে ডিভোর্স চেয়েছিলেন। সিনেমায় কাজ করা পছন্দ করতেন না মুকেশ। তিনি শুটিংয়ের জন্য দিনের পর দিন, মাসের পর মাস বাড়ি ঘর ছেড়ে বাইরে থাকুক মুকেশ এটা চাইতেন না। মুকেশ চাইতেন রেখা যেন লক্ষী বউ এর মত তার চোখের সামনে থাকে।
আরও পড়ুন,
বাবা থেকে স্বামী! বিশ্বের কোথায় রয়েছে বিয়ের এমন অদ্ভুত রীতি?
রিপোর্ট অনুযায়ী আরও তথ্য, রেখা তার জীবনে একটি নয় বরং ২টি বিয়ে করেছিলেন। তিনি প্রথমে বিনোদ মেহরাকে বিয়ে করেন। কিন্তু শাশুড়ি অভিনেত্রীকে পছন্দ না করায় সম্পর্ক টেকে না। যদিও, ২০০৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিনোদের সঙ্গে বিয়ের কথা অস্বীকার করেছেন। তার কথায়, তিনি শুধুমাত্র ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকেই বিয়ে করেছিলেন।
আরও পড়ুন,
“১০ হাজার বার ‘রাধা’ নাম জপ …”! এলবিশ ও পারসকে কোন পরামর্শ দিলেন অসুস্থ প্রেমানন্দ মহারাজ?