সিনেমা দুনিয়ায় সবেমাত্র জনপ্রিয় হয়েছেন তিনি। তার প্রথম ছবি সকলকে মুগ্ধ করেছে। এবার তাই নিজের অভিনীত চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেতেও দেরি হয়নি। তিনি হলেন ‘লাপাতা লেডিজ’ সিনেমার চরিত্র ‘ফুল’ ওরফে নীতাংশি গোয়েল। এবার তাই সেরা অভিনেত্রীর পুরস্কার আনতে মঞ্চে ওঠেন তিনি। আর সেই সময় বাঁধে সমস্ত বিপত্তি। কিন্তু তার সেই বিপত্তির মুশকিল আসান করতে এগিয়ে আসেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মঞ্চে সেরা অভিনেত্রীর নাম ঘোষণা করা হয়। আর তাতে বিজয়ী হন নীতাংশি গোয়েল। মঞ্চে পুরস্কার নিতে ওঠার সময় তার বিরাট হলুদ গাউনে সমস্যা বাঁধে। সিঁড়িতে প্রায় পা জড়িয়ে যাচ্ছিল তার। আর সেইসময় তার দিকে হাত বাড়িয়ে দেন শাহরুখ খান। নীতাংশিকে শক্ত করে ধরে থাকেন তিনি। অবশেষে অভিনেত্রী ধীরে ধীরে সিঁড়ি বেয়ে মঞ্চে ওঠেন।
এদিকে মঞ্চে ওঠার পর তার গাউনের ট্রেল যাতে ফের অভিনেত্রীর হাঁটার পথে বাঁধা না হয়ে দাঁড়ায় তারও ব্যবস্থা করে দেন শাহরুখ। অভিনেত্রীর পোশাকের ট্রেলটি হাত দিয়ে ধরে এগিয়ে দেন শাহরুখ। অবশেষে পুরস্কার নিতে মঞ্চে করণ জোহর ও অক্ষয় কুমারের দিকে এগিয়ে যান নীতাংশি। মূহুর্তটি অনেকেই ক্যামেরাবন্দী করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও ভোলেননি তারা।
আর তারপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ বরাবরই মহিলাদের সম্মান করেন। তিনি আট থেকে আশি সকলকে স্নেহের চোখে দেখেন এবং সেটিই তার ব্যক্তিত্বকে যেনো আরও পরিপূর্ণ করে। বারংবার শাহরুখের মহিলাদের প্রতি সম্মান যেনো আরও মন জয় করে নেয় সকলের। শাহরুখ যেনো মহিলাদের সামনে একজন অভিনেতা হিসেবে নন, বারংবার একজন মানুষ হিসেবে ধরা দেন।