“হে ঈশ্বর, আমি আর হাবিজাবি খাবো না”, কী কারণে ঈশ্বরকে ডেকে কান্নাকাটি জুড়লেন গায়িকা ইমন চক্রবর্তী? জানুন

গানের জগতের মানুষ হলেও শরীরচর্চার প্রতি বরাবরই ঝোঁক রয়েছে তার। করোনার পর থেকে নিজের জীবনে একাধিক বদল এনেছেন তিনি। জিমে গিয়ে ঘাম ঝড়ানো নয়, বরং বাড়িতে বসে যোগা করতে ভালোবাসেন ইমন চক্রবর্তী। তার সেই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাঝেমধ্যে পোস্ট করেন তিনি। এবার তিনিই পড়েছেন মহা সমস্যায়। আর সেই সমস্যার কথা নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন ইমন।

সম্প্রতি কেটে গিয়েছে দুর্গা পুজো। আর এই পুজোয় পেটুক বাঙালি কোনোকিছুই খেতে বাদ রাখেনি। তেমনই হয়তো ইমনও নিজের স্বাস্থ্য ভুলে খাওয়ায় মন দিয়েছিলেন। আর ফলও হলো তেমন। ক্রমশ বেড়ে গিয়েছে তার ভুঁড়ি। এবার তাই ভুঁড়ি কমানোর জন্য রোজ ব্যায়াম করতে শুরু করেছেন গায়িকা। সেই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি৷ যেখানে তাকে ব্যায়াম করতে দেখা গিয়েছে।

ভিডিও পোস্ট করে ইমন লিখেছেন, “হে ঈশ্বর, আমার ভুঁড়িটা কমিয়ে দাও। আমি আর হাবিজাবি খাব না। লক্ষ্যস্থির করে ফেলেছি। আমি ঠিক পারব।” ভিডিওতে তাকে একটি টিশার্ট ও একটি প্যান্ট পরে ব্যায়ামের বিশেষ মাদুরে ব্যায়াম করতে দেখা যাচ্ছে। সঙ্গে তার ব্যায়ামের প্রশিক্ষক তাকে সঠিকভাবে ব্যায়াম করার উপদেশ যেমন দিচ্ছেন তেমনই ব্যায়াম করতে সাহায্য করছেন।

যদিও যোগাসন বরাবর পছন্দ ইমনের। তিনি করোনার সময় থেকেই ব্যায়ামের প্রতি ধ্যান দিয়েছেন। তবে গানের মাঝে সময় পেলে তিনি তার স্বামী নীলাঞ্জনের সঙ্গে ব্যাডমিন্টনও খেলেন। তাই ফের ভুঁড়ি বেড়ে যাওয়ায় গায়িকা নেমে পড়েছেন মাঠে। তিনি যে তার মধ্যপ্রদেশের মেদ কমিয়ে ছাড়বেন বলে অঙ্গীকার করেছেন।

#imonchakroborty #workout

error: Content is protected !!