TOTO REGISTRATION: রাজ্যের সব প্রান্তে চলাচল করা টোটোগুলিকে এবার সরকারি খাতায় নথিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের পরিবহণ দফতর। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, টোটো নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হলে চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজও শুরু হবে।
১৩ অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে টোটো নিবন্ধনের (TOTO REGISTRATION) কাজ, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। দফতরের দাবি, এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো চলছে, তার প্রকৃত তথ্য জানা যাবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হিসেবে চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান শুরু করবে সরকার।
মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “এত দিন টোটোর উপর পরিবহণ দফতরের কোনও নিয়ন্ত্রণ ছিল না। এর ফলে শহরতলির নানা এলাকায় যত্রতত্র টোটো চালানোর কারণে যানজট বৃদ্ধি পাচ্ছিল। এখন থেকে নিবন্ধনের মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণে আনা হবে। একই সঙ্গে টোটো চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্সও আবশ্যিক করা হচ্ছে।”
খবর
Toto Registration: অনলাইনে কীভাবে টোটোর রেজিস্ট্রেশনের আবেদন করবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি
পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, “নিবন্ধন সম্পূর্ণ হয়ে গেলে টোটো চালকদের লাইসেন্স দেওয়া খুব একটা কঠিন হবে না। জেলা ভিত্তিক অফিসগুলি এই কাজ দ্রুত সম্পন্ন করতে পারবে।” দফতরের মতে, টোটো নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স প্রদানের মাধ্যমে রাজস্ব আদায়ও বাড়বে।
তবে এই সরকারি উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “৮ লক্ষ কোটি টাকা ঋণে জর্জরিত রাজ্য সরকার এবার টোটো নিবন্ধনের নামে টাকা তুলতে চাইছে। নিবন্ধনের জন্য ১০০০ টাকা ফি ও প্রতি মাসে ১০০ টাকা করে দিতে হবে, যা বছরে ১২০০ টাকা — এটা ছোট অঙ্ক নয়।” তিনি কটাক্ষ করে আরও বলেন, “সরকার এখন মদ-নির্ভর হয়ে পড়েছে। সামনে নির্বাচন, তাই কোষাগারে টাকা তোলার জন্য এই পরিকল্পনা।”
এই অভিযোগের জবাবে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “রাজ্যে এত দিন অনিয়ন্ত্রিত ভাবে টোটো চলছিল, যার ফলে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই নিয়ন্ত্রণ আনতেই এই উদ্যোগ। পরিবহণ দফতর যে রাজস্ব পায়, তা পরিবহণ ব্যবস্থার উন্নতিতেই খরচ করা হয়। বিরোধী দলনেতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
রাজ্যে এই প্রথমবার টোটো ও ই-রিক্সাকে আইনি কাঠামোর আওতায় এনে এক統িত নীতিমালা প্রণয়নের পথে হাঁটছে সরকার। ফলে আগামী দিনে টোটোচালকদের জন্য নতুন নিয়ম, লাইসেন্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে।
#TOTOREGISTRATION #Toto