Alia: দীপাবলির আনন্দে মেতে উঠলো কাপুর পরিবার! একগুচ্ছ ছবি পোস্ট করে সেই ঝলকই দেখালেন অভিনেত্রী আলিয়া ভাট। আসলে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন পরিবারের সকল সদস্যদের সাথে মেতে ওঠেন তিনি এবারও তার অন্যথা হয়নি।
কাপুর পরিবারের তারকা সদস্যদের সাথে দেখা গিয়েছে তাকে। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় সোনালী রঙের একটি অসাধারণ শাড়িতে সেজে উঠেছেন অভিনেত্রী। অন্যদিকে তার পোস্ট করা ছবিতে রয়েছেন শাশুড়ি নীতু কাপুর থেকে শুরু করে অন্যান্য সদস্যরা।
যে তালিকায় রয়েছেন করিনা কাপুর খান, করিশ্মা কাপুর প্রমুখ। প্রত্যেককে সেখানে গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে। তবে সবথেকে নজর কেড়েছেন নীতু কাপুর। কারণ, এতো বেশি বয়স হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো বয়সের ছাপ পড়েনি। এখনো তিনি দিব্যি টক্কর দিচ্ছেন মেয়ে-বৌমাদের।
অন্যদিকে করিনা এবং করিশ্মাও তাই। সময়ের সাথে সাথে তাদেরও যেন জৌলুস বেড়ে চলেছে। উল্লেখ্য, কাপুর পরিবারের সকল তারকা সদস্যদের মধ্যে ভীষণই ভালো সম্পর্ক রয়েছে। যে কোনো অনুষ্ঠান আসলেই একসঙ্গে ধরা দেন তারা। কখনোই কারো মধ্যে কোনো হিংসা বা বিদ্বেষ দেখা যায়নি। যে বিষয়টি তাদের অনেক বেশি প্রশংসা এনে দেয়।
অন্যদিকে যদিও এই ছবিতে কোনো পুরুষ সদস্যকে দেখা যায়নি। যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে মহিলামহল ভীষণভাবে আনন্দ উদযাপন করছেন। উল্লেখযোগ্য, আলিয়া এরপর কোন প্রোজেক্টে কাজ করবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে আন্তর্জাতিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে দেখা গিয়েছে তাকে।
#alia #kareena #karishma