বাবা ও মেয়ের মুখের গড়ন অবিকল এক, এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই স্বীকার করলেন শ্রীময়ী চট্টরাজ

গত বছর আলোর উৎসবের সময় কোল আলো করে আসে কৃষভি। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ মল্লিকের একমাত্র কন্যা সন্তান হলো কৃষভি। দেখতে দেখতে সে বড় হয়ে উঠছে। কৃষভির জন্মের পর তার কোনও ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করলেও পরবর্তীতে শ্রীময়ী ও কাঞ্চনকে দেখা গিয়েছে তাদের একমাত্র কন্যা সন্তানের নানান ছবি ও ভিডিও পোস্ট করতে। এর পাশাপাশি কৃষভির গান করার ভিডিও কিছুদিন আগে পোস্ট করেন শ্রীময়ী।

নিজেদের কাজের সময়টুকু বাদ দিয়ে দিনের বাকি সময়টা তারা তাদের মেয়ের জন্য বরাদ্দ করে রাখেন। ওইসময় আর কেউ তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, একমাত্র মেয়ে ছাড়া। আর তাদের মেয়ে কৃষভির ছবি দেখে নেট দুনিয়ার মানুষের বক্তব্য, “বাবা ও মেয়ের মুখের গড়ন একেবারে একরকম।” এবার এই কথাটা নিজেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে বললেন শ্রীময়ী। রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি কোলাজ করা ছবি পোস্ট করেন শ্রীময়ী।

সেই ছবিতে দেখা যায়, কাঞ্চনের একটি ছবি ও তার দুই পাশে তাদের একমাত্র কন্যা কৃষভির ছবি। আর এই ছবি পোস্ট করে শ্রীময়ী লেখেন, “আমি দেখেছি এবং জানি মানুষ একইরকম দেখতে হয়। কিন্তু এক্সপ্রেশনও একইরকম! তাও আবার দশ মাস বয়সে? আমি বাধ্য হলাম কোলাজটা করতে। এটা কী হল কাঞ্চন?” শ্রীময়ীর বানানো বাবা ও মেয়ের ছবির কোলাজ দেখে নেট দুনিয়ার মানুষেরও একই মত। তারা সকলেই বলছেন, বাবা ও মেয়ে একইরকম দেখতে।

কেউ কেউ আবার লিখেছেন, “পুরো কপি-পেস্ট।” যদিও কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ মল্লিকের দৌলতে তাদের মেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মাত্র দশ মাস বয়সেই তাকে সকলেই চিনে গিয়েছেন। যদিও কৃষভির ছয় মাস বয়স থেকে তাকে প্রকাশ্যে আনেন কাঞ্চন ও শ্রীময়ী। তবে এবার বাবা ও মেয়ের একই মুখের গড়নের কথস নিজের স্বীকার করলেন শ্রীময়ী।

#kanchanmullick #sreemoyeechattaraj

error: Content is protected !!