কোল আলো করে এলো সন্তান, সুদূর নিউ ইয়র্ক থেকে কী বললেন প্রিয়াঙ্কা চোপড়া?

কোল আলো করে এলো পুত্র সন্তান। দীপাবলির আগের দিন অর্থাৎ রবিবার বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও সাংসদ রাঘব চড্ডার পরিবারে এলো নতুন সদস্য। সন্তান জন্ম হওয়ার পর তারা দুজনেই সেই খবর সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন। সকলকে সেই খবর জানিয়ে তারা লিখেছেন, “অবশেষে সে এসে। আমাদের পুত্রসন্তান। এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটা আমরা মনে করতে পারছি না। আমাদের কোল পূর্ণ হল। মন আরও ভরে উঠল।। আগে আমরা পরস্পরের জন্য ছিলাম। এখন আমাদের দু’জনের কাছেই সব আছে।”

সন্তান জন্ম হওয়ার পর পরিণীতি ও রাঘবকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে। তবে এবার সুদূর নিউ ইয়র্ক থেকে শুভেচ্ছাবার্তা এলো। আর সেই শুভেচ্ছাবার্তা পাঠালেন পরিণীতি চোপড়ার তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। মাসি প্রিয়াঙ্কা চোপড়া সদ্যজাত জন্ম হওয়ার জন্য রাঘব, পরিণীতি, ও পরিণীতির বাবা মা’কে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও বোনের বিয়ের সময় থাকতে পারেননি তিনি। তবে শুভেচ্ছা পাঠিয়েছিলেন।

পরিণীতির সন্তান জন্মের পর এবারও তার অন্যথা হলো না। তুতো বোন শুভেচ্ছা জানালেন। ২০২৩ সালে জাঁকজমকপূর্ণ বিয়ে হয় পরিণীতি ও রাঘবের। রাজস্থানের উদয়পুরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সেই বিয়েতে হাজির হতে পারেননি প্রিয়াঙ্কা। সেইসময় নানান গুঞ্জন শুরু হয়েছিল। তুতো বোনের বিয়েতে উপস্থিত না থাকায় নানান গুঞ্জন শুরু হয়েছিল। তবে সেই গুঞ্জনে জল ঢেলে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা কাজের জন্য আসতে পারেননি।

বিয়ের দুই বছরের মাথায় এবার পরিণীতি ও রাঘবে ঘর আলো করে এলো পুত্র সন্তান। রবিবার সকালে খবর আসে পরিণীতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা বাড়ার পর সুখবর ভাগ করে নেন দম্পতি। দিল্লিতে সন্তান জন্ম দেন পরিণীতি। জানা যাচ্ছে, আগামী দিনগুলোয় দিল্লিতে থাকবেন তিনি।
IMG 20251020 163111

#priyankachopra #parinitichopra

error: Content is protected !!