Parineeti-Raghav: বেশ কয়েকটি আদুরে ছবি পোস্ট করে স্ত্রী পরিণীতি চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্বামী রাঘব চাড্ডা! যা দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। সম্প্রতি মা হয়েছেন পরিণীতি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তাইতো এবারের দীপাবলি অন্যান্যবারের থেকে সম্পূর্ণ আলাদা।
দীপাবলীর খুশিতে নতুন মাত্রা যোগ করেছে তাদের নতুন সদস্য। এরই মাঝে আবার তার জন্মদিন। এদিন স্ত্রীর গর্ভাবস্থাকালীন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রাঘব। যেখানে দেখা যায় কখনো তিনি বেবিবাম্পে চুম্বন করছেন আবার কখনো স্ত্রী’কে হাত দিয়ে আগলে রেখেছেন।
ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নতুন এবং শহরের সর্বশ্রেষ্ঠ মাকে শুভ জন্মদিন। প্রেমিকা থেকে আমার স্ত্রী এবং সেখান থেকে সন্তানের মা হওয়া এক অনবদ্য যাত্রা ছিল।’ তার এই পোস্ট দেখার পর পরিণীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও।
এছাড়াও বলিউডের অন্যান্য তারকারা পরিণীতিকে শুভকামনা জানিয়েছেন আগামী জীবনের জন্য। উল্লেখ্য, বলিউড থেকে একপ্রকার বিদায় নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘবকে বিয়ে করেছেন অভিনেত্রী। প্রথমদিকে সম্পর্ক রাখঢাক করলেও ধীরে ধীরে সবটাই প্রকাশ্যে আসে।
এরপর রূপকথার গল্পের মতোন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ইতিমধ্যে দীর্ঘ সময় সংসার করে ফেলেছেন এই জুটি। অবশেষে তাদের আনন্দ দ্বিগুণ করতে জন্ম নিয়েছে পুত্র সন্তান। অন্যদিকে গর্ভাবস্থাকালীন সময় ভীষণভাবে উপভোগ করেছেন অভিনেত্রী। যা বোঝা গিয়েছে তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখেই। এরপর পুত্র সন্তান জন্মানোর খবর জানান সোশ্যাল মিডিয়ায়।
#Parineeti #Raghav #Birthday #Diwali