নিজের কুমারত্ব হারানোর বয়স ফাঁস করলেন কর্ণ জোহর, শুনে হতবাক জাহ্নবী কপূর!

বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক কর্ণ জোহর আবারও খবরের শিরোনামে। সাধারণত তাঁর টক শো ‘কফি উইথ কর্ণ’-এ এসে তারকারা বিস্ফোরক মন্তব্য করেন। তবে এ বার নিজের সম্পর্কেই এমন মন্তব্য করে বসলেন কর্ণ, যা শুনে চমকে গিয়েছেন জাহ্নবী কপূর, কাজল ও টুইঙ্কল খন্না।

সম্প্রতি কর্ণ উপস্থিত ছিলেন কাজল ও টুইঙ্কলের নতুন অনুষ্ঠান ‘টু মাচ’-এ। তাঁর সঙ্গে অতিথি হিসেবে ছিলেন জাহ্নবী কপূরও। অনুষ্ঠানে কর্ণকে বলা হয়— এমন দুটি কথা বলতে, যার মধ্যে একটি সত্যি আর অন্যটি মিথ্যা। সেই খেলায় কর্ণ বলেন, “আমি ২৬ বছর বয়সে কুমারত্ব হারিয়েছিলাম। দ্বিতীয়ত, তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।”

এই উত্তর শুনে প্রথমে হতবাক জাহ্নবী, পরে হেসে ফেলেন কাজল ও টুইঙ্কল। কর্ণের এমন স্বীকারোক্তি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে স্টুডিওজুড়ে। পরে কর্ণ নিজেই বলেন, “আমি ২৬ বছর বয়সে কুমারত্ব হারিয়েছি— এটা সত্যি। আমি বেশ দেরি করেছিলাম। তবে জাহ্নবীর পরিবারের কারও সঙ্গে সম্পর্কের কথা সম্পূর্ণ মিথ্যে, যদিও এমন ভাবনা মাথায় এসেছিল।”

কর্ণের এই অকপট মন্তব্যে হেসে লুটিয়ে পড়েন উপস্থিত সকলে।

উল্লেখ্য, জাহ্নবী কপূর কর্ণ জোহরের প্রযোজিত একাধিক ছবিতে কাজ করেছেন। সম্প্রতি কর্ণের প্রযোজনায় তৈরি ‘হোমবাউন্ড’ ছবিতেও অভিনয় করেছেন তিনি, যা জায়গা করে নিয়েছিল কান চলচ্চিত্র উৎসবে।

বিনোদন
Parineeti-Raghav: স্ত্রী’র জন্মদিনে আদুরে বার্তা রাঘবের! পোস্ট করলেন পরিণীতির অদেখা ছবি

এদিকে, কাজল ও টুইঙ্কলের ‘টু মাচ’ অনুষ্ঠান ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। প্রথম পর্বেই অতিথি হিসেবে এসেছিলেন সলমন খান ও আমির খান। পরে আলিয়া ভট্ট–বরুণ ধবন এবং সইফ আলি খান–অক্ষয় কুমারকেও দেখা গেছে এই শো-র মঞ্চে।

বিনোদন
‘ইশান আমার ছেলে নয় নুসরতের ছেলে’, সন্তানকে নিয়ে একথা কেন বললেন যশ? জানুন

#বিনোদন #KaranJohar #JanhviKapoor #Kajol #TwinkleKhanna #TooMuch #Bollywood

error: Content is protected !!