অভিনেতা গোবিন্দা গত বছর দুর্ঘটনাবশত নিজেকে গুলি করেন। মেয়ে টিনা জানান, হাঁটুতে আঘাত পান তিনি, তবে এখন সুস্থ। আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করলেন টিনা।
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা গত বছর এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সম্প্রতি তাঁর মেয়ে টিনা আহুজা সেই ঘটনার কথা প্রকাশ্যে আনলেন। টিনার দাবি, ২০২৪ সালের অক্টোবর মাসে তাঁর বাবা ভুলবশত লাইসেন্সপ্রাপ্ত রিভলভার দিয়ে নিজেকেই গুলি করেন। গুলিটি লাগে গোবিন্দার বাম হাঁটুতে, যার ফলে গুরুতর আঘাত পান অভিনেতা।
টিনা জানান, দুর্ঘটনার পর তিনি তৎক্ষণাৎ বাবাকে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয় এবং কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পান গোবিন্দা। অনলাইনে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, টিনা বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন।
এক সাক্ষাৎকারে টিনা বলেন, “সেই সময়টা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলির একটি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যাতে বাবা সুস্থ হয়ে ফিরে আসেন। প্রথমে তিনি ICCU-তে ছিলেন, পরে ICU-তে স্থানান্তরিত করা হয়। বাবা খুব চঞ্চল, তাই চিকিৎসা নিতে রাজি হচ্ছিলেন না। আমি ভাবছিলাম কী করলে তিনি দ্রুত সুস্থ হবেন।”
টিনা আরও জানান, দুর্ঘটনার দিন গোবিন্দা কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পরেছিলেন সাদা পোশাক, যা মুহূর্তের মধ্যে রক্তে ভিজে যায়। “আমি তখন ভাবছিলাম, ঈশ্বরের কৃপা না থাকলে এটা সম্ভব হত না। বাবা অনেক সিনেমায় কঠিন সময় পার করেছেন, বাস্তবেও তেমন শক্ত ছিলেন,” বলেন টিনা।
বিনোদন
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার সঙ্গীত পরিচালক সচিন সাংঘভী
গোবিন্দাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘রঙ্গিলা রাজা’ ছবিতে। খুব শীঘ্রই তিনি ‘দুনিয়াদারি’ ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন।
বিনোদন
বদলে যেতে পারে ছবিমুক্তির তারিখ! প্রেক্ষাগৃহে কবে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’?
#Govinda #TinaAhuja #BollywoodNews #Accident #EmotionalStory #IndianCinema
