Skin Care Tips: ঝকঝক করবে ত্বক! ব্যবহার করুন কয়েক ফোঁটা দুধ

Skin Care Tips:

শীতকাল আসলেই ত্বক শুষ্ক হয়ে যায়, যার ফলে সর্বদাই খসখসে ভাব থাকে ত্বকে, যা সত্যিই বিরক্তিকর। বাজারে চলতি নানা প্রসাধনি ব্যবহার করেও তেমন কোনো ফল পাওয়া যায় না। তবে কয়েকটি ঘরোয়া টোটকা মানতে পারলে সমস্যা সমাধান হবে। দূর হতে পারে ত্বকের শুষ্কতা, খসখসে ভাব। রইলো ৪ টি ঘরোয়া টোটকা। শেষের তা মিস করবেন না।

ত্বকের খসখসে ভাব দূর করতে নারকেল তেলের ব্যবহার

নারকেল তেল ত্বকের জন্য বেশ উপকারী, ত্বকের শুষ্কতা দূর করার অন্যতম উপাদান নারকেল তেল। এটি ত্বকের হাজারও সমস্যা সমাধান করতে পারে। নিয়মিত ত্বকে নারকেল তেল ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর হবে।

নিয়মিত ব্যায়াম করুন

ব্যায়াম করলে শরীরে ঘাম হয়। যার ফলে ত্বকের লোম রন্ধ গুলি উন্মুক্ত হয়ে যায়। ফলে খুব সহজেই শরীরের ভেতর থেকে প্রাকৃতিক তেল বাইরে বেরিয়ে আসে।

ডিমের হলুদ অংশ ত্বকে লাগাতে পারেন

শীতের দিনে ত্বক ভালো রাখতে চাইলে নিয়মিত ডিমের হলুদ অংশ ত্বকে লাগাতে পারেন। এমনকি ডিম’কে ব্যবহার করতে পারেন ফেসমাস্ক হিসাবেও। ডিম ত্বকে প্রোটিন প্রদান করে এবং ত্বককে ধীরে ধীরে সুন্দর থেকে আরও সুন্দর করে তোলে।

শুস্কতা দূর হবে পাশাপাশি বাড়বে উজ্জ্বলতা, এইভাবে দুধ ব্যবহার করুন

দুধ
দুধ

‘এক ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনও দিন’, আধ কাপ দুধে মাত্র কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকের শুস্কতা দূর হবে পাশাপাশি বাড়বে উজ্জ্বলতা।

আরও পড়ুন,
*মুখে ক্রিম মেখেও ত্বক কোমল হচ্ছে না? কোন খারারগুলি খেলে শীতে ঝলমলে হবে ত্বক?
*ফাউন্ডেশন মাখলে সাদা ভূতের মত হয়ে যায় মুখ? এই ৭ টোটকা মেনে চললে সুন্দর হবে মেকআপ

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক