মঞ্চে উঠতেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি, গান থামিয়ে শান্তভাবে জবাব সাহসী ইমনের

পারফর্মেন্স চলাকালীন দর্শকের ‘জয় শ্রী রাম’ স্লোগানের জবাবে শান্তভাবে প্রতিক্রিয়া জানালেন ইমন চক্রবর্তী। নেটিজেনরা বলছেন, “যোগ্য জবাব।”

মঞ্চে পারফর্ম করতে ওঠা তারকাদের উদ্দেশে মাঝেমধ্যেই ভিড়ের মধ্যে থেকে কটূক্তি বা মন্তব্য উঠে আসে। এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন গায়িকা ইমন চক্রবর্তী।

সম্প্রতি Bengal Dot Com Official নামের ইনস্টাগ্রাম পেজে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায়, জনপ্রিয় গান ‘আমি আবার ক্লান্ত পথচারী’ শুরু করতে যাচ্ছিলেন ইমন। ঠিক তখনই দর্শকের ভিড় থেকে ভেসে আসে “জয় শ্রী রাম” স্লোগান। এক লাইন গেয়ে থেমে গিয়ে ইমন শান্ত গলায় বলেন—

“শ্রীরামের সঙ্গে তো আমরা যারা আছি, কেউ কোনোদিন আলাদা হতে পারব না। তাই এই গানের সঙ্গে শ্রীরামের নাম নেওয়াটা আরও মানানসই হয়ে গেল। কারণ আমার মধ্যেও শ্রীরাম আছেন। নাম নাও, সারাক্ষণ নাম নাও, রেলিভেন্ট জায়গায় নাও। আপাতত গানটা গেয়ে নেই।”

এরপর একটু কঠিন স্বরে ইমন বলেন,
“আর শ্রীরামের নাম নিয়ে অন্য দিকে ঘুরে যাও কেন? যদি বলো, বুক চিতিয়ে বলবে। পিছন দিকে ঘুরে যাবে কেন?”

ইমনের এই শান্ত অথচ দৃঢ় প্রতিক্রিয়ার প্রশংসায় ভরেছে সোশ্যাল মিডিয়া। এক নেটিজেন লিখেছেন, “একদম সঠিক জবাব।” আরেকজনের মন্তব্য, “খুব সুন্দরভাবে বলেছেন, যোগ্য জবাব।”

এর আগেও, ডিসেম্বর ২০২৪-এ একটি অনুষ্ঠানে একইরকম বিতর্কে নাম জড়ায় ইমনের। সেদিন এক দর্শক তাঁকে বাংলা গান গাইতে বাধা দেন এবং হিন্দি গান গাইতে বলেন। উত্তরে ইমন বলেন—
“সব ভাষার গান গাইব, কিন্তু বাংলা ভাষাকে অপমান করলে মেনে নেব না। বাংলায় থাকছ, বাংলায় রোজগার করছ, বাংলা গান শুনবে না বলছ?”

তাঁর এই বক্তব্যও তখন ব্যাপক ভাইরাল হয়।
বর্তমান ঘটনায় আবারও প্রমাণ হল— ইমন চক্রবর্তী শুধু গানে নয়, বক্তব্যেও সমান সাহসী।

বিনোদন
‘সাদা জিন্স রক্তে তখন লাল…’, গুলি লাগার পর ভয়ঙ্কর অবস্থা গোবিন্দার, মেয়ে টিনা আর কী জানালেন

#ImanChakraborty #JaiShriRam #ViralVideo #BengalMusic #StagePerformance #IndianSinger #ViralNews #NetizensReaction

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়