৫৭৭ কোটি টাকায় ভুটানের সামসি থেকে জলপাইগুড়ির বানারহাট পর্যন্ত রেললাইন নির্মাণে ভারত-ভুটান পাচ্ছে প্রথম রেল সংযোগ, বাড়বে বাণিজ্য ও পর্যটন।
ভারত-ভুটান রেল সংযোগে ঐতিহাসিক পদক্ষেপ!
আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত এবার ভুটানের সঙ্গে রেলপথে যুক্ত হতে চলেছে। ৫৭৭ কোটি টাকার ব্যয়ে ভুটানের সামসি থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বানারহাট পর্যন্ত রেললাইন তৈরির কাজ শুরুর পথে।
এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেল এগোচ্ছে প্রধানমন্ত্রীর ভিশন ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ‘নেইবারহুড ফার্স্ট পলিসি’ বাস্তবায়নের দিকে। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সংযোগ বৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এর পাশাপাশি, অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত ৬৯.০৪ কিমি দীর্ঘ নতুন রেললাইন তৈরির প্রস্তাবও রাখা হয়েছে। আনুমানিক ৩,৫০০ কোটি টাকার ব্যয়ে এই প্রকল্পের অধীনে ছয়টি নতুন স্টেশন নির্মাণ হবে — বালাজান, গারুভাসা, রুনিখাতা, শান্তিপুর, দাদগিরি ও গেলেফু।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই রেললাইন প্রকল্পে থাকছে ২টি গুরুত্বপূর্ণ সেতু, ২৯টি বড় সেতু, ৬৫টি ছোট সেতু, ১টি রোড ওভারব্রিজ, ৩৯টি রোড আন্ডারব্রিজ ও ২টি ভায়াডাক্ট। ইতিমধ্যেই ফাইনাল লোকেশন সার্ভে (FLS) সম্পন্ন হয়েছে এবং বিস্তারিত প্রকল্প প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।
ভুটানকে এই প্রথমবারের মতো রেল সংযোগ প্রদান করা হবে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত খুলে দেবে। একইসঙ্গে, এটি ভুটানের জনগণ ও ব্যবসায়িক মহলের জন্য বড় সুবিধা বয়ে আনবে।
বড়োল্যান্ড অঞ্চলের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে ব্যাপকভাবে। রেললাইন সম্পূর্ণ হলে এই এলাকা একটি বাণিজ্য ও ট্রানজিট হাব হিসেবে গড়ে উঠবে। উন্নত পরিবহণ ব্যবস্থার ফলে বাড়বে স্থানীয় ব্যবসা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন।
সার্বিকভাবে, ভারত-ভুটান রেললাইন দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করে তুলবে এবং উত্তর-পূর্ব ভারতের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।
খবর
কানাডার এক বিজ্ঞান দেখে চরম খেপলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
#IndianRailways #BhutanRailLink #IndiaBhutanRelations #RailwayProjects #ActEastPolicy #BorderConnectivity #InfrastructureDevelopment #TradeAndTourism #AssamDevelopment #NortheastIndia
