Ankush: অঙ্কুশের ব্যবহারে বিরক্ত ঐন্দ্রিলা! বারবার এরম করলে ছেড়ে চলে যাবেন জানালেন অভিনেত্রী

Ankush-Oindrila: পাশে বসে অঙ্কুশ (Ankush) এতোটাই বিরক্ত করেছেন যে অন্য সিটে উঠে যাওয়ার কথা বললেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila)! আমরা সকলেই জানি এই দু’জনের মধ্যে ভীষণই খুনসুটি চলতে থাকে সারাক্ষণ। বিশেষ করে অঙ্কুশ বেশিরভাগ সময় বিরক্ত করেন ঐন্দ্রিলাকে।

এভাবেই নিজের ভালোবাসা প্রকাশ করে থাকেন তিনি। তবে সবসময় মজা পছন্দ করেন না অভিনেত্রী, মাঝেমধ্যে রেগেও যান। সেরকমই একটি ভিডিও সম্প্রতি উঠে এসেছে। যেখানে দেখা যায় অঙ্কুশের প্রতি বিরক্ত হয়ে যান তিনি। আসলে ট্রেনে করে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা।

বন্দে ভারত ট্রেনের দুটি সিটে বসেছিলেন দু’জন আর সেই সিটের বিশেষত্ব হলো সেটিকে ৩৬০° ঘোরানো যায়। একদম ছোট বাচ্চার মতোন অঙ্কুশ বারবার ওই সিটগুলিকে ঘোরাচ্ছিলেন। তবে সেটি মোটেও পছন্দ করছিলেন না ঐন্দ্রিলা। তাইতো তিনি হঠাৎ করে বলে বসেন এরকম করলে তিনি অন্য সিটে উঠে যাবেন।

ভিডিওটি উঠে আসতেই নানানরকম মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন একটা মানুষ সারাক্ষণ হাসিখুশি থাকতে পছন্দ করে তার কাছের মানুষ এবং সহ-তারকাদের নিয়ে। এতেও মানুষের কীসের সমস্যা তিনি বোঝেন না। আবার কেউ কেউ লিখেছেন অঙ্কুশকে কীভাবে সহ্য করেন ঐন্দ্রিলা?

সবমিলিয়ে বলতে গেলে এই ভিডিওর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন দু’জন। যদিও তারা কোন কারণে মালদা গিয়েছেন সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। উল্লেখ্য, দীর্ঘদিন সম্পর্কে আবদ্ধ রয়েছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। আপাতত সকলের মনে একটাই প্রশ্ন কবে গাঁটছড়া বাঁধবেন এই জুটি।

বিনোদন
KBC: এতটুকু অহংকার নেই, কেবিসি ১৭-এর মঞ্চে পৌঁছে অমিতাভের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন দিলজিৎ, মুগ্ধ বিগ বি যা বললেন

#Oindrila #Ankush

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়