Koel: ‘স্বার্থপর’এর স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত টলিউডের বিশিষ্ট তারকারা! সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা কোয়েলের

Koel: তার নতুন সিনেমা ‘স্বার্থপর’এর স্পেশাল স্ক্রিনিংয়ে রীতিমতো চাঁদের হাট বসে গিয়েছিলো। সবাইকে একসঙ্গে পেয়ে আপ্লুত অভিনেত্রী কোয়েল। তাইতো সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট করলেন তিনি। কোয়েল মল্লিক এবং কৌশিক সেনের নতুন সিনেমা ‘স্বার্থপর’।

যেখানে ভাই-বোনের সম্পর্কের যে টানাপোড়েন তার চিত্র ফুটে উঠবে। কীভাবে কন্যা সন্তান বিয়ের পর বাড়ির সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে যান এবং কীভাবে তার নিজের অস্তিত্ব ফিরিয়ে আনেন সেই লড়াইয়ের কাহিনী বলবে ‘স্বার্থপর’। এদিন ছিলো স্পেশাল স্ক্রিনিং।

যেখানে উপস্থিত হয়েছিলেন টলিউডের তাবড়-তাবড় তারকারা। তালিকায় ছিলেন দেব থেকে শুরু করে প্রসেনজিৎ চ্যাটার্জী, জিৎ, নুসরত, যশ, প্রমুখ। বাবা রঞ্জিত মল্লিক এবং স্বামী নিসপালের হাত ধরে উপস্থিত হয়েছিলেন কোয়েল। সব ঠিকঠাক মিটতেই প্রত্যেকের উদ্দেশ্যে বেশ কিছু কথা লিখেছেন তিনি।

লেখেন, ‘স্বার্থপরের স্পেশাল স্ক্রিনিংয়ে আমাদের চলচ্চিত্র পরিবারের বহু বিশিষ্ট জনকে পেয়ে আমরা আনন্দিত। হাসিখেলা, মান, অভিমান, দেনাপাওনার হিসেব নিকেশের দ্বন্দ্ব। ভাইবোনের সম্পর্কের আড়ি ভাব সবটাই তুলে ধরেছি আমরা স্বার্থপরে। আপনাদের উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে আমরা ধন্য এবং আপ্লুত। আমি ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশিষ্ট সাংবাদিক ও সমালোচকদের তাদের এই আন্তরিক সাপোর্টের জন্য।’

‘চিত্রনাট্য আর সংলাপকে দক্ষ হাতে একেবারে জীবনমুখী বাস্তব করে তুলেছেন সদীপ ভট্টাচার্য। অন্নপূর্ণা বসুর বড় পর্দার জন্য স্বার্থপর তার প্রথম ছবি। এ ছবির আত্মা, প্রতিটি ফ্রেম তার সুচিন্তা ও সততার প্রতিফলন। আপনাদের ভালীবাসা, শুভেচ্ছা, আশীর্বাদই আমাদের চলার পথের প্রেরণা এবং মূল্যবান পাথেয়।’

বিনোদন
বন্ধু পীযূষ পান্ডেকে শেষবারের মতো বিদায় জানালেন অমিতাভ বচ্চন

#Koel #Dev #Jeet #Sharthopor

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়