কিংবদন্তি হিসাবে চিরস্মরণীয় থাকবেন কৌতুক অভিনেতা সতীশ শাহ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা

৭৪ বছর বয়সে কিডনি ব্যর্থতায় প্রয়াত সতীশ শাহ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বলিউডের বহু তারকা।

২৫ অক্টোবর (শনিবার) প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুক অভিনেতা সতীশ শাহ। ৭৪ বছর বয়সে কিডনি ব্যর্থতার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা

অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ (X) প্রকাশিত পোস্টে তিনি লেখেন,

“শ্রী সতীশ শাহজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় বিনোদনের সত্যিকারের কিংবদন্তি হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অনায়াস হাস্যরস এবং আইকনিক অভিনয় অগণিত জীবনে হাসির বার্তা এনে দিয়েছে। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”

বলিউড তারকাদের শ্রদ্ধাঞ্জলি

বলিউডের একাধিক তারকা তাঁদের প্রিয় সহ-অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন।
ফারহা খান ইনস্টাগ্রামে লেখেন,

“শান্তিতে বিশ্রাম নিন প্রিয় সতীশ। আপনাকে জানতে এবং আপনার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। নিয়মিত পাঠানো আপনার মিম এবং কৌতুকগুলো মিস করব।”

কাজল লিখেছেন,
“খুব তাড়াতাড়ি চলে গেলেন, কিন্তু আপনার হাসি চিরকাল প্রতিধ্বনিত হবে। শান্তিতে ঘুরে বেড়ান সতীশজি।”

করণ জোহর সহ আরও অনেক সেলেব অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মৃত্যুর কারণ

মুম্বইয়ের পিডি হিন্দুজা হসপিটাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ সেন্টার-এর তরফে জানানো হয়েছে, সতীশ শাহকে তাঁর বাসভবনে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসক দলের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
বন্ধু ও পরিচালক জেডি মাজেথিয়া জানান, অভিনেতা গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন এবং সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করেছিলেন। তবে সংক্রমণের কারণে শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।

চার দশকের অভিনয়জীবন

চার দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন ও সিনেমা জগতে রাজ করেছেন সতীশ শাহ।
তিনি জনপ্রিয় হন ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ এবং ‘সারাভাই বনাম সারাভাই’-এর মতো টিভি শো দিয়ে।
চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে —

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

জুড়ওয়া

হাম আপকে হ্যায় কৌন

হিরো নং ১

কাল হো না হো

ম্যায় হুঁ না

ওম শান্তি ওম

তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০১৪ সালের ‘হামশকলস’ ছবিতে, যেখানে সইফ আলি খান, রীতেশ দেশমুখ ও রাম কাপুর মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।

ভারতীয় বিনোদন জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বলিউড হারাল এক কিংবদন্তি কৌতুক অভিনেতাকে।

বিনোদন
প্রয়াত অভিনেতা সতীশ শাহ, স্ত্রীর জন্য রেখে গেলেন ৫০ কোটি

#SatishShah #BollywoodActor #RIPSatishShah #NarendraModi #BollywoodNews #IndianCinema #ComedyLegend

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক