গানের মধ্যে দিয়ে সহকর্মী সতীশ শাহ-এর শেষবিদায় জানালেন ‘সারাভাই’ টিমের সদস্যরা, ভাইরাল সেই বেদনাদায়ক ভিডিও

গত ২৫শে অক্টোবর ইহলোকের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন বলি পাড়ার হাসির অভিনয়ের জন্য জনপ্রিয়, তারকা সতীশ শাহ। তার মৃত্যুতে ম্রিয়মাণ বলিউড। তবে সবচেয়ে বেশি শোকস্তদ্ধ হয়েছে ‘সারাভাই’ টিম। কারণ সতীশের অনুপস্থিতি তারা কেউই মেনে নিতে পারছেন না। সোমবার স্মরণসভায় এমন দৃশ্যই ধরা পড়েছে ক্যামেরায়। আর সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত রবিবার সতীশ শাহের শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে আর বাকিদের মতন শেষকৃত্যে যোগ দেন ‘সারাভাই’ টিম অর্থাৎ ধারাবাহিকের পরিচালক দেবেন ভোজানি, প্রযোজক জেডি মাজেঠিয়া, আতিশ কাপাডিয়া, সুমিত রাঘবন, রূপালী গঙ্গোপাধ্যায়, রাজেশ কুমার সহ প্রমুখ। তারা সকলেই তাদের সহকর্মীকে চোখের জলে চিরবিদায় দিচ্ছেন। তবে এর পাশাপাশি তারা আরও একটি বিষয়ের মধ্যে দিয়ে সতীশ শাহের চিরবিদায়কে স্মরণীয় করে তুলেছেন।

ধারাবাহিকের সকলকে দেখা গিয়েছে, সকলে সমবেত কন্ঠে ‘সারাভাই’-এর টাইটেল ট্রাকটি গাইছেন ও চোখের জল মুছছেন। কেউ আবার তার সহকর্মীকে সামাল দিচ্ছেন। আর এই মুহূর্তের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবেন ভোজনি। তিনি ভিডিও পোস্ট করে লেখেন, “আপনাদের হয়তো এটা দেখে অদ্ভূত মনে হবে, আমাদের পাগলও ভাবতে পারেন। কিন্তু জানেন আমরা যখন একসঙ্গে জড়ো হতাম তখন ‘সারাভাই’ টিমের সকলে কণ্ঠ ছেড়ে এই গানটিই গাইতাম।”

তিনি আরও লেখেন, “তাই আজও এর অন্যথা করতে চাইনি। মনে হচ্ছিল যেন ইন্দু অর্থাৎ সতীশ শাহ নিজেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।” ভিডিও পোস্ট করার পর নেট দুনিয়ার অনেক মানুষ দুঃখ প্রকাশ করেছেন। এভাবে একজন মানুষ চিরবিদায় নেবেন তা হয়তো কল্পনা করতে পারেননি কেউই।

বিনোদন
Subhasree: মহিলা কারাগারে গর্ভবতী সাংবাদিক অনুমিতা সেন! সত্যসন্ধান করতে পারবে কি সে? রইলো উত্তর

#satishshah #sarabhaiteam

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক