নবদ্বীপের রাসমেলা উপলক্ষে ৫ ও ৬ নভেম্বর হাওড়া ডিভিশনে চালু হচ্ছে পূর্ব রেলের বিশেষ ট্রেন। নিরাপত্তা ও শোভাযাত্রা নিয়েও প্রশাসনের কড়া নজর।
নবদ্বীপধামে আসন্ন রাসমেলায় ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল। আগামী ৫ এবং ৬ নভেম্বর হাওড়া ডিভিশনে একজোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
ব্যান্ডেল থেকে ট্রেনটি দুপুর ২টায় ছাড়বে এবং কাটোয়ায় পৌঁছবে ৪টে ১০ মিনিটে। ফেরার পথে কাটোয়া থেকে ৬টা ২০ মিনিটে ছাড়বে ট্রেন, ব্যান্ডেলে পৌঁছবে রাত ১০টা ৩০ মিনিটে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি স্টেশনে ট্রেন থামবে বলে জানানো হয়েছে।
রেল কর্তৃপক্ষের বক্তব্য, রাসমেলায় ভিড় নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও দুর্গাপুজো ও কালীপুজো উপলক্ষে এমন অতিরিক্ত ট্রেন চালানো হয়েছিল।
অন্যদিকে, কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয়েছে রাস উৎসব নিয়ে সমন্বয় বৈঠক। তাতে বিধায়ক, পুরপ্রধান, প্রশাসনিক আধিকারিক-সহ নানা দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শোভাযাত্রায় অংশ নেবে কেবলমাত্র অনুমতিপ্রাপ্ত পুজো কমিটি। প্রতিটি কমিটিকে দেওয়া হবে একটি করে QR কোড, যাতে প্রশাসন সহজেই ট্র্যাক করতে পারে কোন রুট দিয়ে প্রতিমা যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পুজো কমিটি থেকে ৫ জন স্বেচ্ছাসেবক রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রশাসনের লক্ষ্য— রাস উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা।
প্রশ্নোত্তর
প্রশ্ন: রাসমেলা উপলক্ষে কবে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল?
উত্তর: ৫ এবং ৬ নভেম্বর।
প্রশ্ন: কোন ডিভিশনে এই ট্রেন চলবে?
উত্তর: পূর্ব রেলের হাওড়া ডিভিশনে।
প্রশ্ন: বিশেষ ট্রেনটি কোথা থেকে ছাড়বে?
উত্তর: ব্যান্ডেল স্টেশন থেকে।
প্রশ্ন: ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়ার সময় কতটা?
উত্তর: দুপুর ২টা।
প্রশ্ন: কাটোয়ায় ট্রেন পৌঁছবে কখন?
উত্তর: বিকেল ৪টে ১০ মিনিটে।
প্রশ্ন: কাটোয়া থেকে ফেরার সময় কতটা?
উত্তর: সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
প্রশ্ন: ব্যান্ডেলে ফেরত ট্রেন পৌঁছবে কখন?
উত্তর: রাত ১০টা ৩০ মিনিটে।
প্রশ্ন: ট্রেনটি কি প্রতিটি স্টেশনে থামবে?
উত্তর: হ্যাঁ, প্রতিটি স্টেশনে দাঁড়াবে।
প্রশ্ন: এর আগে কবে অতিরিক্ত ট্রেন চালানো হয়েছিল?
উত্তর: দুর্গাপুজো ও কালীপুজো উপলক্ষে।
প্রশ্ন: রাস উৎসবের দিন কবে?
উত্তর: ৫ নভেম্বর।
প্রশ্ন: শোভাযাত্রা কবে হবে?
উত্তর: ৬ নভেম্বর।
প্রশ্ন: রাস উৎসব সংক্রান্ত বৈঠক কোথায় হয়?
উত্তর: কৃষ্ণনগরের রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে।
প্রশ্ন: বৈঠকে কারা উপস্থিত ছিলেন?
উত্তর: বিধায়ক, পুরপিতা ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
প্রশ্ন: শোভাযাত্রায় অংশ নিতে পারবে কারা?
উত্তর: শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত পুজো কমিটি।
প্রশ্ন: প্রতিটি পুজো কমিটিকে কী দেওয়া হবে?
উত্তর: একটি করে QR কোড।
প্রশ্ন: QR কোডের কাজ কী?
উত্তর: কোন রুটে প্রতিমা যাচ্ছে তা শনাক্ত করা।
প্রশ্ন: প্রতিটি পুজো কমিটিকে কতজন স্বেচ্ছাসেবক দিতে হবে?
উত্তর: ৫ জন করে।
প্রশ্ন: এই স্বেচ্ছাসেবকদের কাজ কী?
উত্তর: শোভাযাত্রায় শৃঙ্খলা বজায় রাখা।
প্রশ্ন: প্রশাসনের মূল লক্ষ্য কী?
উত্তর: রাস উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
প্রশ্ন: এই বিশেষ ট্রেন ব্যবস্থার মূল উদ্দেশ্য কী?
উত্তর: রাসমেলায় দর্শনার্থীদের যাতায়াত সহজ করা।
খবর
‘NRC আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপের সুইসাইড নোট ভাইরাল
#RaasMela2025 #EasternRailway #NabadwipFestival