Koel: কোয়েলকে ‘নাটের গুরু’ সিনেমা থেকে বাদ দিতে বলেছিলেন বাবা রঞ্জিত! উঠে এলো অজানা তথ্য

Koel: ‘নাটের গুরু’ সিনেমা থেকে কোয়েলকে (Koel) বাদ দেওয়ার কথা পরিচালককে জানিয়েছিলেন স্বয়ং তার বাবা রঞ্জিত মল্লিক! সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। এবার হয়তো আপনি ভাবতে পারেন নিজের মেয়ের কেরিয়ার কেনই বা নষ্ট করতে চাইবেন তিনি? আসলে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ ভিন্ন।

যে সাক্ষাৎকারের ভিডিওটি উঠে এসেছে সেখানে রঞ্জিত মল্লিককে বলতে শোনা যায়, ‘আমি হরনাথকে বলেছিলাম দুদিন দেখো কোয়েলের কাজ যদি ভালো না লাগে তাহলে ওকে বাদ দিয়ে দেবে।’ যা শোনার পর কোয়েল বেশ অবাক হন। তবে রঞ্জিত আরো বলেন, ‘একটা সিনেমায় প্রডিউসারের অনেকগুলো টাকা দেওয়া থাকে। তাই আমি চাই না সেটা নিয়ে খেলা করা হোক।’

‘তোকে বাদ দিলে তোর যতটা খারাপ লাগতো বাবা হিসেবে আমার আরো বেশি খারাপ লাগতো। কিন্তু এই কাজে অনেক বেশি একাগ্রতা দরকার। না হলে হয় না। যে এলাম তুড়ি মারলাম হয়ে গেলো। সেরকম নয়।’ কোয়েল শুনে বলেন, ‘হ্যাঁ তুমি আমাকে বলেছিলে যে এটা একটা সিনেমা কোনো খেলা নয়।’

আসলে রঞ্জিত মল্লিক এখানে শুধুমাত্র বাবার ভূমিকা পালন করেননি বরং একজন দায়িত্ববান অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। কারণ, তিনি জানেন একটা সিনেমায় শুধুমাত্র নায়ক-নায়িকা নয় বরং সেখানে প্রচুর মানুষের প্রচুর পরিশ্রম থাকে। সেগুলো কখনোই যেন বৃথা না যায়।

তবে কোয়েল কিন্তু পরিচালককে নিরাশ করেননি ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে শুরু করে আজ নতুন সিনেমা ‘স্বার্থপর’ পর্যন্ত ২০টা বছর তিনি পার করে ফেলেছেন টলিউডে। দর্শকদের উপহার দিয়েছেন একের পর হিট সিনেমা। বাবার কথামতো তিনি পরিশ্রম ও একাগ্রতা দেখিয়েছেন প্রতিনিয়ত।

আরও পড়ুন
‘আমাকে সেক্স অফার…’, ঋজু বিশ্বাসের বিরুদ্ধে অশালীনতার অভিযোগে তোলপাড়

#Koel #Ranjit

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক