বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ‘মুন্নী’ অনন্যা গুহ এখন ব্যক্তিগত জীবনেও রয়েছেন ভরপুর আলোচনায়। মাত্র ২১ বছর বয়সেই বাগদান সেরে ফেলেছেন এই জেন-জি তারকা। আগামী বছরই বিয়ে সেরে ফেলবেন আইটি-প্রফেশনাল থেকে ইনফ্লুয়েন্সার হওয়া সুকান্ত কুণ্ডুর সঙ্গে। সেই বিয়ের তোড়জোড় এখনই শুরু হয়ে গেলেও তার মাঝেই নিজেদের জন্য কিছুটা “উই-টাইম” বের করেছেন এই টলিপাড়ার তারকা-জুটি।
সম্প্রতি অনন্যা এবং সুকান্ত উড়ে গিয়েছেন দক্ষিণ ভারতের মনোরম রাজ্য কেরলায়। সবুজে মোড়া পাহাড়, কুয়াশায় ঢাকা বনভূমি আর শান্ত আবহ—তারই মাঝে দারুণ সময় কাটাচ্ছেন দু’জনে। সোশ্যাল মিডিয়ায় যাঁরা অনন্যাকে অনুসরণ করেন, তাঁরা জানেন—তিনি শুধু অভিনেত্রী নন, জনপ্রিয় নেটমাধ্যম প্রভাবীও। তাঁর রোম্যান্টিক ট্রাভেল পোস্টগুলো সব সময়ই ভাইরাল হয়। কেরল ট্রিপও তার ব্যতিক্রম নয়।
ওয়েনাড়ের একটি বিলাসবহুল বালি-থিমড রিসর্টে দিন কাটাচ্ছেন অনন্যা-সুকান্ত। রিসর্টে রয়েছে ব্যক্তিগত জাকুসি, অত্যাধুনিক সুবিধা এবং পাহাড় ঘেরা অবারিত সবুজের নৈসর্গিক দৃশ্য। অনন্যার বিকিনি লুকে প্রাইভেট জাকুসিতে বসে থাকা ছবি ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সারা গায়ে ফেনা মেখে দুষ্টুমি-ভরা মুহূর্তে ধরা দিয়েছেন অভিনেত্রী।
সূত্র অনুযায়ী, এই রিসর্টে দুই জনের এক রাতের খরচ প্রায় ১০ হাজার টাকা, যা চাহিদা ও সিজন অনুযায়ী আরও বাড়তে পারে। তবে খরচের থেকেও বেশি আলোচনায় রয়েছে তাদের প্রেমমাখা মুহূর্ত। বিয়ের আগে এমন ছোট ছুটি তাদের সম্পর্কে নতুন উষ্ণতা যোগ করেছে বলেই মত অনুরাগীদের।
অন্যদিকে, সুকান্ত আইটি জগতের মানুষ হলেও এখন নেটমাধ্যম জগতে নিজের পরিচিতি তৈরি করতেই বেশি উৎসাহী। অনন্যার সঙ্গে তাঁর দাম্পত্যের অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা। সাত পাকে বাঁধা পড়ার কাউন্টডাউন শুরু হলেও আপাতত পাহাড়-সবুজের রাজ্যে নিজেদের রোম্যান্টিক ছুটি উপভোগ করছেন দু’জনে।
FAQ
১. অনন্যা গুহ কে?
বাংলা টেলিভিশনের পরিচিত অভিনেত্রী, ‘মুন্নী’ চরিত্রে জনপ্রিয়।
২. তাঁর বাগদান কবে হয়েছে?
সম্প্রতি ২১ বছর বয়সেই বাগদান সম্পন্ন করেছেন।
৩. অনন্যার হবু বর সুকান্ত কুণ্ডু কে?
তিনি আইটি-প্রফেশনাল, বর্তমানে ইনফ্লুয়েন্সার হওয়ার পথে।
আরও পড়ুন
কাছের মানুষের প্রয়াণে শোকস্তব্ধ অভিষেক-জ্যাকি
৪. তারা কোথায় ছুটি কাটাচ্ছেন?
কেরলের ওয়েনাড়ে একটি বিলাসবহুল রিসর্টে।
৫. রিসর্টটির বিশেষত্ব কী?
বালি থিমড সাজসজ্জা ও ব্যক্তিগত জাকুসি রয়েছে।
৬. এক রাত থাকার খরচ কত?
প্রায় ১০,০০০ টাকা, সঙ্গে ট্যাক্স।
৭. তাঁদের কেরল ট্রিপে কী বিশেষ ছবি ভাইরাল হয়েছে?
জাকুসিতে বিকিনি পরে অনন্যার ছবি।
৮. কখন বিয়ে করার পরিকল্পনা?
আগামী বছর সাতপাকের প্রস্তুতি চলছে।
৯. অনন্যা কি ইনফ্লুয়েন্সারও?
হ্যাঁ, তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যা বেশ বেশি।
১০. নেটিজেনদের প্রতিক্রিয়া কেমন?
তাদের রোম্যান্টিক ছবিতে মুগ্ধ ভক্তরা, বিয়ের অপেক্ষায় উচ্ছ্বাস তুঙ্গে।
#AnanyaGhosh
#CelebrityTravel
#KeralaDiaries